নিজ দলের ফুটবলারের লাথিতে আহত হয়েছেন ফেনারবাচের কোচ হোস মরিনহো। গত বৃহ্স্পতিবার (৩১ অক্টোবর) তুর্কি ক্লাবটির অনুশীলনের সময় এ ঘটনা ঘটে।
তুরস্কের প্রধান ক্লাব প্রতিযোগিতা সুপার লিগে আগামী রোববারের (৩ নভেম্বর) ম্যাচের আগে অনুশীলন করছিলেন ফেনারবাচের খেলোয়াড়রা। ওই সময় শিষ্যদের মাঝে ছিলেন ৬১ বছর বয়সী কোচ মরিনহো। এক পর্যায়ে মিডফিল্ডার ইসমাইল ইয়ুকসেকের পায়ের আঘাতে মাটিতে পড়ে যান। খবর ইএসপিএন
সতীর্থের কাছ থেকে আসা বল ধরার জন্য দৌড় দিচ্ছিলেন ইসমাইল ইয়ুকসেকে। কিন্তু অসাবধানতাবশত ৬১ বছর বয়সী এ কোচের সঙ্গে ধাক্কা লেগে যায়। এ সময় মরিনহোকে মাঠে গড়াগড়ি খেতে দেখা যায়।
দ্রুত দলের খেলোয়াড়রা তাকে সাহায্য করতে চলে আসেন। মেডিকেল স্টাফরা তৎক্ষণাৎ ছুটে আসেন। পরে মরিনহোকে দুই সদস্যের সহায়তায় খুঁড়িয়ে মাঠ ছাড়তে দেখা যায়।
মজা করে এই ঘটনার একটি অংশের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেন মরিনহো।যেখানে ক্যাপশনে তিনি লিখেন, যুব কোচদের জন্য শিক্ষা: কখনো খেলোয়াড়দের মতো একই রঙের পোশাক পরবেন না, তারা আপনাকে বল পাস করতে পারে অথবা পেছন থেকে লাথি মারতে পারে।
রোমা থেকে বরখাস্ত হওয়ার ৬ মাস পর মরিনহো গত গ্রীষ্মে ফেনারবাচে যোগ দেন। বর্তমানে সুপার লিগে ফেনারবাচ তৃতীয় অবস্থানে আছে, শীর্ষে থাকা গালাতাসারাই থেকে তারা সাত পয়েন্ট পিছিয়ে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :