AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বল বিকৃতির গুরুতর অভিযোগ রুতুরাজদের বিরুদ্ধে


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:৫৮ পিএম, ৩ নভেম্বর, ২০২৪
বল বিকৃতির গুরুতর অভিযোগ রুতুরাজদের বিরুদ্ধে

জোর বিতর্ক ভারতীয়-এ দল বনাম অস্ট্রেলিয়া-এ দলের প্রথম বেসরকারি টেস্টে। ম্যাচের প্রথম তিন দিনে ব্যাট-বলের লড়াইই প্রধান আকর্ষণ হয়ে দাঁড়ায়। তবে রবিবার ম্যাচের চতুর্থ তথা শেষ দিনের খেলা শুরু হয় বল বিকৃতির অভিযোগ দিয়ে। স্বয়ং আম্পায়ার ঘুরিয়ে এমন অভিযোগ তোলেন ভারতীয় ক্রিকেটারদের দিকে।

এমনকি আম্পায়ারের সিদ্ধান্ত অখুশি প্রকাশ করলে ইশান কিষানকে মাঠেই সতর্ক করা হয় তাঁর আচরণ নিয়ে। শেষমেশ আম্পায়াররা ম্যাচ রেফারির কাছে অভিযোগ জানালে বড়সড় শাস্তি পেতে পারেন ইশান।

জয়ের জন্য শেষ দিনে অস্ট্রেলিয়া-এ দলের দরকার ছিল ৮৬ রান। তবে চতুর্থ দিনের খেলা শুরুর আগেই দেখা দেয় সমস্যা। ভারতীয় দলের হাতে যে বলটি তুলে দেন আম্পায়ার, সেটি গত দিনের ব্যবহার করা বল ছিল না। অন্য বল হাতে পেয়ে অবাক হয়ে যান ভারতীয় ক্রিকেটাররা। 

আম্পায়ারের কাছে এই নিয়ে প্রশ্ন তুললে ফিল্ড আম্পায়ার শন ক্রেগ ভারতীয় দলের বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ তোলেন। তাঁকে বলতে শোনা যায় যে, ‘তোমরা বলে আঁচড় কেটেছিলে। তাই আমরা বল বদলে দিয়েছি। এই নিয়ে কোনও আলোচনা নয়। যাও খেলো।’

ভারতীয় ক্রিকেটাররা এই নিয়ে তর্ক জুড়লে আম্পায়ার বলেন, ‘কোনও আলোচনা নয়। খেলায় মন দাও। এটা আলোচনার বিষয় নয়।’ ভারতীয় ক্রিকেটাররা আম্পায়ারের দেওয়া বলটি বাদে অন্য বলে খেলতে চাইলে ক্রেগ বলেন, ‘তোমাদের এই বলটিতেই খেলতে হবে।’

এমন পরিস্থিতিতে মেজাজ হারান ভারতের উইকেটকিপার-ব্যাটার ইশান কিষান। তিনি বলেন যে, ‘ভীষণই বাজে সিদ্ধান্ত।’ ইশানের কথা শুনে রেগে যান আম্পায়ার। তিনি বলেন, ‘বিরক্তি দেখানোর জন্য তোমার নামে নালিশ করা হবে। এটা মোটেও ভালো আচরণ নয়। তোমার দলের কাজের জন্যই আমরা বল বদলাতে বাধ্য হয়েছি।’

ইশানের বিরুদ্ধে নালিশের হুঁশিয়ারি দিলেও এটা স্পষ্ট নয় যে, ভারতীয় দলের কার বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ তুলছেন আম্পায়াররা। ক্রিকেট অস্ট্রেলিয়ার আচরণবিধি অনুযায়ী কেউ যদি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বল বিকৃতি ঘটায়, তাহলে তাঁকে নির্বাসনের মুখে পড়তে হতে পারে। 

সিরিজের প্রথম বেসরকারি টেস্টে ভারতীয়-এ দলকে ৭ উইকেটে পরাজিত করে অস্ট্রেলিয়া-এ দল। ভারতের ১০৭ রানের জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া-এ দল তাদের প্রথম ইনিংসে ১৯৫ রান তোলে। ভারত দ্বিতীয় ইনিংসে ৩১২ রান তুললে জয়ের জন্য অজিদের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ২২৫ রানের। অস্ট্রেলিয়া-এ দল শেষ ইনিংসে ৩ উইকেটে ২২৬ রান তুলে ম্যাচ জিতে যায়।

একুশে সংবাদ/ এস কে

Link copied!