AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইউরোপের ক্লাবে ডাক পেলেন সাবিনা ও ঋতুপর্ণা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:৫৩ পিএম, ৩ নভেম্বর, ২০২৪
ইউরোপের ক্লাবে ডাক পেলেন সাবিনা ও ঋতুপর্ণা

ইউরোপেরও নজর কেড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। অধিনায়ক সাবিনা খাতুন ও স্ট্রাইকার ঋতুপর্ণা চাকমার খেলায় মুগ্ধ ইউরোপীয় ক্লাব ব্রেরা তিভেরিজা। তাদেরকে দলে ভেড়ানোর প্রস্তাব দিয়েছে উত্তর ম্যাসেডোনিয়ান নারী লিগের শীর্ষে থাকা ক্লাবটি।

আজ (২ নভেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে বিষয়টি নিশ্চিত করেছেন সাবিনা খাতুন।

এ সময় বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘ঋতুপর্ণা এবং আমি উত্তর ম্যাসেডোনিয়ার একটি ক্লাবের কাছ থেকে প্রস্তাব পেয়েছিলাম কিন্তু কিছুই চূড়ান্ত হয়নি। ভিসার জটিলতা থাকতে পারে।’

প্রস্তাবের বিষয়ে বিস্তারিত উল্লেখ করে সাবিনা আরও বলেন, ‘তারা (ব্রেরা তিভেরিজা) প্রথমে ৪ জন খেলোয়াড়ের কথা বলেছিল কিন্তু পরে তারা জানুয়ারি থেকে দুজন খেলোয়াড় চেয়েছিল।’

২০২২ সালে প্রথমবার সাফ জয়ের পর থেকেই আলোচনায় বাংলাদেশ নারী দলের ফুটবলাররা। ইতোমধ্যে সাবিনা, সানজিদা, মনিকাসহ একাধিক ফুটবলার একাধিক বিদেশি ক্লাবের হয়ে খেলেছিলেন। তবে সেটা দক্ষিণ এশিয়া, বিশেষ করে ভারত ও ভুটানের মধ্যে সীমাবদ্ধ ছিল। এই প্রথম ইউরোপের কোনো ক্লাবের হয়ে খেলার সুযোগ তাদের সামনে।

ব্রেরা তিভেরিজায় বর্তমানে মাত্র দুজন বিদেশি খেলোয়াড় রয়েছেন। ব্রাজিলের গোয়া চেউরি হারুমি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাশলিন কপলি জেন সেখানে খেলছেন।

ম্যাসেডোনিয়ার ঘরোয়া লিগের বর্তমান চ্যাম্পিয়ন পরবর্তী মৌসুমের জন্য উয়েফা নারী চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে স্থান অর্জন করবে। এখন পর্যন্ত ব্রেরা তিভেরিজায় লিগের শীর্ষেই আছে। সাবিনা, ঋতুপর্ণারা সুযোগ পেলে হয়তো তাদেরও দেখা যেতে পারে উয়েফা নারী চ্যাম্পিয়নস লিগে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!