AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চুক্তির বিষয় এড়িয়ে গেলেন সালাহ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৭:০৮ পিএম, ৪ নভেম্বর, ২০২৪
চুক্তির বিষয় এড়িয়ে গেলেন সালাহ

লিভারপুলের ভবিষ্যত প্রসঙ্গে কোন কথা বলতে রাজী হননি মোহাম্মদ সালাহ। কিন্তু মিশরীয় এই তারকা স্ট্রাইকার জানিয়েছেন যা কিছুই হোক না কেন এ্যানফিল্ডে গোল করার অনুভূতি তিনি কখনই ভুলে যাবেন না।শনিবার ব্রাইটনের বিপক্ষে ২-১ গোলের জয়ের মাধ্যমে প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষে উঠেছে লিভারপুল। ম্যাচে জয়সূচক গোলটি করেছেন সালাহ। 

৩২ বছর বয়সী সালাহর মৌসুমের এটি নবম গোল। ২০২০ সালের পর প্রথমবারের মত ইংলিশ লিগ শিরোপার জন্য মুখিয়ে থাকা লিভারপুলের জন্য সালাহর ফর্মে থাকা যে কতটা গুরুত্বপূর্ণ তা সহজেই অনুমেয়। যদিও এ মৌসুমের শেষে এ্যানফিল্ডে তার চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এখনো নতুন কোন চুক্তির ব্যপারে কোন আলোচনায় হয়নি। যে কারনে সালাহর ভবিষ্যত নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।  

জানুয়ারিতে ইংল্যান্ডের কোন ক্লাবের বাইরে অন্য কোন লিগে তার চুক্তির বিষয়ে আলোচনা হয়েছে বলে গুঞ্জন রয়েছে। যদিও গতকাল ব্রাইটনের বিপক্ষে জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া একটি পোস্টে তিনি বলেছেন, ‘টেবিলের শীর্ষস্থানটা এমন যে সেখানে অবস্থান করাটা লিভারপুলের প্রাপ্য। সব দলই জেতার মানসিকতা নিয়ে  মাঠে নামে।

কিন্তু একটি দলই শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়। গত রাতে সকলের সমর্থনের জন্য ধন্যবাদ। যাই হোক না কেন এ্যানফিল্ডে গোল করার অনুভূতি ভিন্ন।’

প্রতি সপ্তাহে বর্তমানে সালাহ সাড়ে তিন লাখ মার্কিন ডলার বেতন পাচ্ছেন বলে সূত্রমতে জানা গেছে। এ মৌসুমের শুরুতে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ৩-০ গোলে জয়ের পর সালাহ বলেছিলেন এখনো নতুন চুক্তি প্রসঙ্গে ক্লাবের সাথে কোন আলোচনা হয়নি।

গত মাসে স্কাই স্পোর্টসকে তিনি বলেছেন, ‘সত্যি বলতে ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের পর মনে হয়েছে ওল্ড ট্র্যাফোর্ডে এটাই আমার শেষ ম্যাচ।’

যদিও লিভারপুল বস আর্নে স্লট সালাহর ভবিষ্যত নিয়ে মোটেই চিন্তিত নন। দুই ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক ও ট্রেন্ট আলেক্সান্দার-আর্নল্ডের সাথেও মৌসুমের পরে চুক্তি শেষ হয়ে যাচ্ছে। স্লট বলেন, ‘খেলোয়াড়রা যদি প্রত্যাশানুযায়ী পারফর্ম করতে না পারে তবে চুক্তির বিষয়টি সমস্যায় পড়বে। এই মুহূর্তে এই তিনজনই দারুন খেলছে। প্রত্যেকেই আলোচনার মধ্যে রয়েছে।’

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!