টানা ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ দল। পাকিস্তান সফর দিয়ে শুরু, এরপর ভারত সফর। সবশেষ ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ। এবার আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে টাইগাররা।সংযুক্ত আরব আমিরাতের শারজায় আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। আসন্ন এই সিরিজের জন্য এরই মধ্যে দেশটিতে পৌঁছেছে টাইগাররা। আগামী ৬ নভেম্বর মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে।
পাকিস্তানকে তাদের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করলেও এরপর টানা সাত ম্যাচে হেরেছে টাইগাররা। এর মধ্যে ভারতের মাঠে দুইটি টেস্ট ও তিনটি টি-২০তে হারে শান্তর দল। সবশেষ ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে ধবলধোলাই হয় বাংলাদেশ।
টানা হোয়াইটওয়াশের বৃত্তে ঘুরপাক খাওয়া টাইগারদের ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকবে আফগান সিরিজ দিয়ে। শান্তদের জন্য আসন্ন ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতির মঞ্চ হতে পারে এই সিরিজ।
আগামী বুধবার (৬ নভেম্বর) শারজায় আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। একই ভেন্যুতে ৯ নভেম্বর (শনিবার) দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ১১ নভেম্বর। সবগুলো ম্যাচই মাঠে গড়াবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :