ঘরের মাঠে ওয়ানডেতে দ্রুততম ১শ উইকেট শিকারে অস্ট্রেলিয়ার সাবেক পেসার ব্রেট লি’র রেকর্ড ভাঙলেন স্বদেশী মিচেল স্টার্ক।মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ১০ ওভার বল করে ৩৩ রানে ৩ উইকেট নেন স্টার্ক। ফলে ঘরের মাঠে ওয়ানডে ক্যারিয়ারের ৫৪তম ইনিংসে ১’শ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন তিনি। এতে ভেঙে যায় লি’র রেকর্ড। ঘরের মাঠে ৫৫ ইনিংসে ওয়ানডেতে ১’শ উইকেটের মাইলফলক স্পর্শ করেছিলেন লি।
এই তালিকায় তৃতীয়স্থানে আছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রা। ঘরের মাঠে ৫৬ ইনিংসে ১’শ উইকেট শিকার করেছিলেন তিনি। বিশ্বের ২৭তম বোলার হিসেবে ঘরের মাঠে ১’শ উইকেট শিকার করেছেন স্টার্ক।
ঘরের মাঠে সবচেয়ে বেশি উইকেট শিকারের বিশ্ব রেকর্ড দক্ষিণ আফ্রিকার পেসার শন পোলকের। ১২৫ ইনিংসে ১৯৩ উইকেট নিয়েছেন এই সাবেক পেসার।
১১৮ ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ১৮৩ উইকেট আছে বাংলাদেশের স্পিন অলরাউন্ডার সাকিব আল হাসানের। ১৬৯ উইকেট নিয়ে তালিকার তৃতীয়স্থানে আছেন ৯৪ ইনিংসে বল করা লি।
স্টার্কের ১’শ উইকেটের মাইলফলক স্পর্শ করা ম্যাচে পাকিস্তানকে ২ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। ৩৩ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন স্টার্ক।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :