দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে ফুটবল ম্যাচ চলাকালীন বজ্রপাতে এক ফুটবলার তাৎক্ষণিক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো পাঁচজন। এ দুর্ঘটনায় দেশটির ফুটবলে নেমে এসেছে শোকের ছায়া।
হুয়ানকায়ো শহরে জুভেন্তুদ বেয়াভিস্তা এবং ফ্যামিলিয়া চোক্কার ক্লাবের ম্যাচ চলছিল। বৃষ্টির কারণে মাঠের বিভিন্ন জায়গায় পানি জমে যায়, বাড়তে থাকে বজ্রপাতের শব্দ। স্টেডিয়ামের চারপাশে বজ্রপাতের শব্দ প্রতিধ্বনিত হওয়ার সঙ্গে সঙ্গে রেফারি খেলা বন্ধের নির্দেশ দেন।
ফুটবলাররা মাঠ ছেড়ে ড্রেসিংরুমের যাওয়ার সময় বজ্রপাতে হোসে হুগো দে লা ক্রুজ় মেসার নামের এক ফুটবলার মাঠে পড়ে যান। এ সময় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তার আশেপাশে থাকা পাঁচ ফুটবলারও পড়ে যান।
আশঙ্কাজনক অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে মেসাকে ডাক্তার মৃত ঘোষণা করেন। হাসপাতালে ভর্তি রয়েছেন এরিক এস্তিভেন সেন্তে কুইলর, জোসেপ গুস্তাভো পারিয়োনা চোক্কা এবং ক্রিশ্চিয়ান পিতুই কাহুয়ানা ভর্তি। হুয়ান চোক্কা লাক্তার অবস্থা সংকটাপন্ন।
স্থানীয় পুলিশ জানিয়েছে, মেসা হাতে একটি ধাতব বালা পরেছিলেন। সম্ভবত ঐ কারণেই তার মৃত্যু হয়েছে। পেরুতে আগেও ফুটবল মাঠে এমন দুর্ঘটনার অতীত ইতিহাস রয়েছে। ২০১৪ সালে এক ফুটবল ম্যাচে স্পোর্ট আগুইলা ক্লাবের হোয়াও কনত্রেরাস বজ্রপাতে আহত হন। যদিও তিনি বেঁচে গিয়েছিলেন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :