দীর্ঘ ৮ মাস পর ওয়ানডে ফরম্যাটে খেলতে নামছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ মুখোমুখি টাইগাররা।বুধবার (৬ নভেম্বর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৪টায় শুরু হবে প্রথম ওয়ানডে। এর আগে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি।
ওয়ানডে ফরম্যাট বাংলাদেশের প্রিয় হলেও প্রতিপক্ষ হিসেবে আফগানিস্তান সবসময়ই কঠিন। আফগানদের বিপক্ষে ১৬ ম্যাচ খেলে ১০টিতে জিতলেও ৬টিতে হেরেছে টাইগাররা। ফলে নির্ভার থাকার কোনো উপায় নেই।
অভিজ্ঞ ও প্রতিভাবান ক্রিকেটারের নিয়ে সিরিজে সুস্পষ্ট ফেভারিট আফগানিস্তান। এ বছর তিনটি দ্বিপাক্ষিক তিনটি ওয়ানডে সিরিজ খেলে দুটিতে জয় পেয়েছে আফগানরা।শ্রীলংকা সফরে হারলেও নিজেদের ভেন্যু হিসেবে পরিচিত সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আয়ারল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জিতেছে আফগানিস্তান।
এ বছর মাত্র একটি ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। গত মার্চে ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল স্বাগতিকরা।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :