AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ট্রাম্পকে ফিফা প্রেসিডেন্টের অভিনন্দন


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১০:৫৫ এএম, ৭ নভেম্বর, ২০২৪
ট্রাম্পকে ফিফা প্রেসিডেন্টের অভিনন্দন

দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ১৩২ বছরের রেকর্ড ভেঙে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে যুক্তরাষ্ট্রের ৪৭তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন তিনি। নির্বাচিত হওয়ায় ৭৮ বছর বয়সী ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।

এর আগে ৪৫তম রাষ্ট্রপতি হিসেবে ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন ট্রাম্প। ২৭০ ইলেক্টোরাল ভোটের বেশি পাওয়ায় রিপাবলিকান শিবিরে চলছে বাঁধভাঙা উল্লাস। সিনেটেও তাদের সংখ্যাগরিষ্ঠতা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের বিজয় নিশ্চিত হতেই তাকে অভিনন্দন জানানোর ধুম পড়ে গেছে।

২০২৬ সালে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোয় অনুষ্ঠিত হবে পরবর্তী ফুটবল বিশ্বকাপ। তার আগে দেশটিতে বসবে ফিফার ক্লাব বিশ্বকাপের আসর। দেশটিতে দুটি সফল আসরের স্বপ্ন দেখছেন ফিফার সর্বোচ্চ কর্তা ইনফান্তিনো।সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক বার্তায় ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ফিফার প্রেসিডেন্ট। সেখানে ইনফান্তিনো লিখেছেন, ‍‍`অভিনন্দন মিস্টার প্রেসিডেন্ট। আমরা যুক্তরাষ্ট্রে দারুণ একটা বিশ্বকাপ এবং ক্লাব বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছি। ফুটবল বিশ্বকে ঐক্যবদ্ধ করে।‍‍`

প্রথম শাসনামলে বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে  ট্রাম্পের সঙ্গে ফিফার প্রেসিডেন্ট ইনফান্তিনোর বেশ কয়েকবার সাক্ষাৎ হয়েছিল। সেই সময়ই যুক্তরাষ্ট্রে ফিফার সদরদপ্তর স্থাপনের ব্যাপারেও আলোচনা হয়েছিল, যা অবশেষে ২০২৩ সালে বাস্তবায়িত হয়।

১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো বিশ্বকাপের আসর বসেছিল। সে আসরের ফাইনালে ইতালিকে টাইব্রেকারে হারিয়ে ব্রাজিল চতুর্থবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল।


একুশে সংবাদ/ এস কে

Link copied!