AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জোড়া সেঞ্চুরিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতলো ওয়েস্ট ইন্ডিজ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৫:৫৬ পিএম, ৭ নভেম্বর, ২০২৪
জোড়া সেঞ্চুরিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতলো ওয়েস্ট ইন্ডিজ

দুই ব্যাটার ব্র্যান্ডন কিং ও কেসি কার্টির জোড়া সেঞ্চুরিতে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলো ওয়েস্ট ইন্ডিজ। আজ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে হারিয়েছে ইংল্যান্ডকে। ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতলো ক্যারিবীয়রা। সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে এবং দ্বিতীয় ম্যাচ ৫ উইকেটে জিতেছিলো ইংল্যান্ড।

বার্বাডোজে সিরিজ নির্ধারনী ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২৪ রানে ৪ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে ইংল্যান্ড। উইল জ্যাকস ৫, জর্ডান কক্স ১, জ্যাকব বেথেল শূন্য ও অধিনায়ক লিয়াম লিভিংস্টোন ৬ রানে আউট হন।পঞ্চম উইকেটে ৯৪ বলে ৭০ রানের জুটিতে শুরুর ধাক্কা সামাল দেন ওপেনার ফিল সল্ট ও স্যাম কারান। ৪টি চারে ৫২ বলে ৪০ রান করেন কারান।

ষষ্ঠ উইকেটেও ড্যান মোসলেকে নিয়ে ৭০ রানের জুটি গড়েন সল্ট। ওয়ানডেতে পঞ্চম হাফ-সেঞ্চুরি তুলে ৭৪ রানে থামেন ৪টি চার ও ১টি ছক্কা হাঁকানো সল্ট। দলীয় ১৬৪ রানে সল্ট ফেরার পর ইংল্যান্ডকে ৫০ ওভারে ৮ উইকেটে ২৬৩ রানের সংগ্রহ এনে দিয়েছেন লোয়ার-অর্ডার ব্যাটাররা। মোসলে ৫৭, জেমি ওভারটন ৩২ এবং জোফরা আর্চার অপরাজিত ৩৮ রান করেন। ম্যাথু ফোর্ড ৩টি, আলজারি জোসেফ ও শেফার্ড ২টি করে উইকেট নেন।

২৬৪ রানের টার্গেটে খেলতে নামা ওয়েস্ট ইন্ডিজকে ৩৯ বলে ৪২ রানের সূচনা এনে দেন দুই ওপেনার কিং ও এভিন লুইস। ২টি চার ও ১টি ছক্কায় ১৯ রান করে প্রথম ব্যাটার হিসেবে আউট হন লুইস।  এরপর কার্টিকে নিয়ে ইংল্যান্ডের বোলারদের উপর আধিপত্য বিস্তার করেন কিং ও কার্টি। ২০৩ বলে ২০৯ রানের জুটি গড়ে ওয়েস্ট ইন্ডিজের জয়ের পথ সহজ করেন তারা।

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে যেকোন উইকেট জুটিতে এটিই ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ রান। রেকর্ড জুটি গড়ার পথে কিং তৃতীয় ও কার্টি প্রথম সেঞ্চুরির দেখা পান। দলের জয় থেকে মাত্র ১৩ রান দূরে থাকতে আউট হন কিং। ১৩টি চার ও ১টি ছক্কায় ১১৭ বলে ১০২ রান করেন কিং। এরপর অধিনায়ক শাই হোপকে নিয়ে দলকে জয়ের বন্দরে নেন কার্টি। 

১৫টি চার ও ২টি ছক্কায় কার্টি ১১৪ বলে ১২৮ এবং হোপ ৫ রানে অপরাজিত ছিলেন। ম্যাচ সেরা হন কিং। সিরিজ সেরা হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ম্যাথু ফোর্ড।  আগামী ১০ নভেম্বর থেকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।

একুশে সংবাদ/ এস কে

Link copied!