আসন্ন আসরের বিপিএলের প্লেয়ার্স ড্রাফট সম্পন্ন হয়েছে কিছুদিন আগে। এবারের আসরে বেশকিছু নতুনত্ব থাকায় দলগুলোকে নিয়ে আলোচনা চলছে বেশ। কোন দল শক্তিশালী এবং কারা শিরোপার দাবিদার, তা নিয়েও সমর্থকদের আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। এসবের মাঝে অনেকে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির নাম ব্যবহার করে ভুল তথ্য ছড়াচ্ছে।
এবারের আসরে নতুন দল হিসেবে বিপিএলে যোগ দিয়েছে শাকিব খানের মালিকানাধীন ঢাকা ক্যাপিটালস। ফ্র্যাঞ্চাইজিটিকে নিয়ে দর্শকদের মধ্যে প্রবল আগ্রহ থাকায় ভুয়া তথ্য ছড়াচ্ছে অনেক। ঢাকা ক্যাপিটালসের নাম ও লোগো ব্যবহার করে অনেকে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যে কারণে বিব্রতকর অবস্থায় পড়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
বুধবার (৬ নভেম্বর) এমন অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে বিবৃতি দিয়েছে ঢাকা ক্যাপিটালস। ফ্র্যাঞ্চাইজিটির অভিযোগ, ঢাকা ক্যাপিটালসের নাম ব্যবহার করে বিভিন্ন ফেইক পেইজ থেকে বিপিএলের মাসকটসহ বিভিন্ন তথ্য ছড়ানো হচ্ছে। বিপিএলের মাসকট বা লোগো সংক্রান্ত বিষয়গুলো মূলত ক্রিকেট বোর্ড ও বিপিএল গভর্নিং কাউন্সিলের নিয়ন্ত্রণাধীন। এই বিষয়ে কোনো ফ্র্যাঞ্চাইজি তথ্য দিতে পারে না। তাই ঢাকা ক্যাপিটালসের নাম ব্যবহার করে যে তথ্য ছড়ানো হচ্ছে সেটাও পুরোপুরি মিথ্যা।
বিবৃতিতে এসব ভুয়া তথ্য দ্বারা প্রভাবিত না হওয়ার অনুরোধ করেছে ঢাকা ক্যাপিটালস। এছাড়া সেখানে ঢাকা ক্যাপিটালসের নাম ব্যবহার করে চালানো ভুয়া পেইজগুলোকে রিপোর্ট করতে অনুরোধ করেছে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। একইসঙ্গে মূল পেইজের সঙ্গে যুক্ত থাকার আহ্বানও জানানো হয়।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :