AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ১৯ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নেশন্স লিগে বেলজিয়াম দলে ফিরলেন লুকাকু


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:০৬ পিএম, ৯ নভেম্বর, ২০২৪
নেশন্স লিগে বেলজিয়াম দলে ফিরলেন লুকাকু

উয়েফা নেশন্স লিগের শেষ আটে ওঠার অভিযানে আসন্ন দুই ম্যাচের দলে ফিরেছেন রোমেলু লুকাকু। চার ম্যাচ পর দেশটির রেকর্ড গোলদাতাকে ইতালি ও ইসরায়েলের বিপক্ষে ম্যাচের স্কোয়াডে রাখা হয়েছে।

লুকাকু বেলজিয়ামের হয়ে জার্মানিতে অনুষ্ঠিত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে সর্বশেষ খেলেছেন। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১১৯ ম্যাচে তার গোল ৮৫টি। দলটির হয়ে এখনো খেলছেন, এমন খেলোয়াড়দের মধ্যে কারোর ৩০ গোলের বেশি নেই। 

গত সেপ্টেম্বরে নাপোলির ৩১ বর্ষী এই স্ট্রাইকার ক্লাব ফুটবলে দলবদলের কারণে দলে ছিলেন না। ফিটনেস না থাকায় পরের মাসে তাকে দলে না রাখার কথা জানিয়েছিলেন কোচ তেদেস্কো। যদিও পরে এক সাক্ষাৎকারে লুকাকু বলেছিলেন, ফেরার জন্য তিনি মানসিকভাবে প্রস্তুত ছিলেন না।

সামনের দুই ম্যাচের জন্য ২৩ জনের দলে নেই মিডফিল্ডার কেভিন ডে ব্রুইনে।  হ্যামস্ট্রিং চোট কাটিয়ে কদিন আগে ম্যানচেস্টার সিটির হয়ে মাঠে ফিরলেও জাতীয় দলে তাকে না রাখার অনুরোধ করেছিলেন।

নেশন্স লিগে ‘এ’ লিগের দুই নম্বর গ্রুপে ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে বেলজিয়াম। শীর্ষে থাকা ইতালি ও দুই নম্বরে থাকা ফ্রান্সের পয়েন্ট যথাক্রমে ১০ এবং ৯।  কোয়ার্টার ফাইনালে খেলতে হলে বেলজিয়ামকে নিজেদের বাকি দুই ম্যাচ যেমন জিততেই হবে, তেমনি অন্যান্য ম্যাচের ফলও তাদের পক্ষে আসতে হবে।
 

একুশে সংবাদ/ এস কে

Link copied!