অনেকেই ভেবেছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র পাবেন এবারের ব্যালন ডি’অর পুরস্কার। তবে সবাইকে অবাক করে দিয়ে স্প্যানিশ ফুটবলার রদ্রির হাতে ২০২৪ সালে পুরস্কারটি ওঠে।আনুষ্ঠানিক ঘোষণার কয়েক ঘণ্টা আগেই বিজয়ীর নাম ফাঁস হয়ে যা গত ২৮ অক্টোবর প্যারিসের সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কট করেছিল রিয়াল মাদ্রিদের ক্লাব কর্মকর্তা ও খেলোয়াড়রা।
পুরস্কারের আয়োজক ‘ফ্রান্স ফুটবল’ ভিনি ও রদ্রির ভোটের ব্যবধান প্রকাশ করেছে। বিশ্ব ফুটবলের জনপ্রিয় মাসিক ম্যাগাজিন তাদের প্রতিবেদনে জানায়, স্পেন ও ম্যানচেস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রি পেয়েছেন সর্বোচ্চ ১১৭০ পয়েন্ট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র পেয়েছেন ১১২৯ পয়েন্ট। রদ্রির থেকে ৪১ পয়েন্ট কম পেয়েছেন ভিনিসিয়ুস।
তৃতীয় স্থানে থাকা জুড বেলিংহ্যাম পেয়েছেন ৯১৭ পয়েন্ট। দানি কারভাহাল ৫৫০ পয়েন্ট পেয়ে চতুর্থ অবস্থানে আছেন। এরপর আছেন যথাক্রমে আর্লিং হালান্ড (৪৩২), কিলিয়ান এমবাপ্পে (৪২০), লৌতারো মার্টিনেজ (৪০২), লামিনে ইয়ামাল (৩৮৩), টনি ক্রুস (২৯১) ও হ্যারি কেন (২০১)।
এবারের ব্যালন ডি’অর বিজয়ী বের করে আনতে ভোট দিয়েছেন ৯৯ জন বিচারক। প্রাথমিকভাবে বাছাইকৃত ৩০ জনের তালিকা থেকে সেরা ১০ ফুটবলারকে নির্বাচিত করেন তারা। এরপর তাদের ক্রমানুযায়ী সাজান।
অর্থাৎ প্রত্যেক বিচারক ৩০ জনের তালিকা থেকে সেরা ১০ জনকে বেছে নেন। যে ফুটবলারকে তালিকার এক নম্বরে রাখা হয়, তিনি পান ১৫ পয়েন্ট। পরের ৯ ফুটবলার যথাক্রমে ১২, ১০, ৮, ৭, ৫, ৪, ৩, ২, ১ করে পয়েন্ট পান। প্রত্যেক বিচারকের হাতে থাকে ৬৭ পয়েন্ট করে। ৯৯ বিচারকের হাতে থাকে মোট ৬,৬৩৩ পয়েন্ট।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :