আফগানিস্তানের বিপক বাংলাদেশ। সিরিজে সমতা আনার লক্ষ্যে ব্যাট করতে নেমে শান্ত-সৌম্যের দাপুটে ব্যাটিংয়ে দারুণভাবে এগোচ্ছিল টাইগাররা। তবে এরই মাঝে সাজঘরে ফিরেছেন সৌম্য।শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৯ ওভারে দুই উইকেটে ১০০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। শান্ত ৩৪ ও মিরাজ রানে ব্যাট করছেন।
আজ টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ওয়ানডে ফরম্যাটে লাল-সবুজের জার্সিতে আজ অভিষিক্ত হচ্ছেন উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক।আঙুলের চোটের কারণে সিরিজ থেকে ছিটকে যাওয়া মুশফিকুর রহিমের বদলে একাদশে এসেছেন জাকের। লেগস্পিনার রিশাদ হোসেনের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন নাসুম আহমেদ।
বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন তামিম। তবে বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। এএম গজনফরকে উড়িয়ে মারতে গিয়ে ১৭ বলে ২২ রানে সাজঘরে ফেরেন তিনি।
শুরুতে উইকেট হারালেও শান্ত ও সৌম্য দলকে পথ হারাতে দেননি। ব্যাটিং উইকেটে নিয়মিত বিরতিতে বাউন্ডারি হাঁকাতে থাকেন তারা। দুজনের ব্যাটে ভর করে আর কোনো উইকেট না হারিয়েই দলীয় শতকের কাছাকাছি চলে আসে বাংলাদেশ।
যখন ম্যাচ প্রায় হাতের মুঠোয়, এমন সময় রশিদ খানের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন সৌম্য। যদিও রিভিউ নিলে তিনি নট আউট থাকতেন। তবে সুযোগের সদ্ব্যাবহার না করায় ৩৫ রানে ফিরতে হয় তাকে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :