দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে মাঠের মধ্যে ঝামেলায় জড়ালেন সূর্যকুমার যাদব। মার্কো জানসেন এবং জেরাল্ড কোয়েটজির সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান তিনি। ভাইরাল হয়েছে ভিডিও।
দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার মার্কো জানসেন এবং জেরাল্ড কোয়েটজির সঙ্গে বাকবিতণ্ডায় জড়ালেন সূর্যকুমার যাদব। শুক্রবার ডারবানে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে এই ঘটনাটি ঘটে। মাঠের মধ্যে কোনও বিষয় নিয়ে সূর্যকুমার যে অখুশি ছিলেন, তা তাঁর মুখ দেখেই বোঝা যাচ্ছিল। দক্ষিণ আফ্রিকা যখন ব্যাট করছিল সেই সময় ১৫ তম ওভারে এই গণ্ডগোলের সূত্রপাত হয়। বল করছিলেন রবি বিষ্ণোই। ওভারের ৩ নম্বর বলটি অফসাইডে করেন তিনি। বলটি হালকা করে ড্রাইভ করে লং অফে ঠেলে দেন জেরাল্ড কোয়েটজি। ফিল্ডার বলটি ধরে উইকেটরক্ষকের দিকে ছুড়ে মারেন। সঞ্জু স্যামসন পিচের ডানদিক থেকে বলটি ধরেন। জানসেনের বিষয়টি পছন্দ হয়নি। তাঁকে বিষয়টি নিয়ে সঞ্জুকে কিছু বলতে দেখা যায়। তারপরই দু`জনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়ে যায়।
বিষয়টা লক্ষ্য করেন অধিনায়ক সূর্যকুমার যাদব। তিনি দ্রুত দৌড়ে আসেন। পাশে দাঁড়ান সঞ্জু স্যামসনের, তর্কে জড়িয়ে পড়েন জানসেনের সঙ্গে। এরপর তা দেখে এগিয়ে আসেন কোয়েটজিও। তিনি কিছু বলার চেষ্টা করলে তাঁর সঙ্গেও তর্কাতর্কি বেধে যায়। আম্পায়ার ছুটে আসেন পিচের মাঝখানে। এরপর অবশ্য ঝামেলা বেশি দূর গড়ায়নি। ভারতের অধিনায়ক তাঁর যুক্তি আম্পায়ারকে বোঝানোর চেষ্টা করেন নম্র ভাবে। এদিনের ম্যাচে বিষ্ণোইয়ের বলেই আউট হন জানসেন। ৮ বলে ১২ রান করেছিলেন তিনি।
ভারত ৪ ম্যাচের টি-২০ সিরিজ খেলার জন্য দক্ষিণ আফ্রিকায় রয়েছে বর্তমানে। সেখানেই শুক্রবার প্রথম টি-২০ ম্যাচটি ছিল। টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল প্রোটিয়ারা। সিরিজের শুরুটা ভারত দুর্দান্ত ভাবেই করে। বাংলাদেশের বিরুদ্ধে শেষ ম্যাচের পর এদিনও শতরান করেন সঞ্জু স্যামসন। তাঁর বড় রানের উপর ভর করে ২০২ রান তোলে টিম ইন্ডিয়া। অবশ্য সঞ্জু বাদে এদিনের ম্যাচে ব্যাট হাতে সেভাবে ভালো রান করেননি কেউই। একমাত্র তিলক বর্মা (৩৩), সূর্যকুমার যাদব (২১) এবং রিঙ্কু সিং (১১) ডবল ডিজিট রানে পৌঁছতে পেরেছিলেন। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৪১ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ভারত ৬১ রানে ম্যাচ জিতে নেয়। টিম ইন্ডিয়ার হয়ে বল হাতে ৩টি করে উইকেট নেন রবি বিষ্ণোই এবং বরুন চক্রবর্তী। এছাড়াও ভালো বল করেন আবেশ খান এবং আর্শদীপ সিং। সিরিজের পরবর্তী ম্যাচ রয়েছে রবিবার।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :