রবিবার ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে অবিশ্বাস্য ক্যাচ ধরে শিরোনামে ডেভিড মিলার। তিলক বর্মার জোরালো শট এক হাতে ক্যাচ লুফলেন তিনি। যা দেখে বিশ্বাসই করতে পারছিলেন না তিলক। নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। বোলিং সহায়ক উইকেটে শুরুটা ভালোই করেছিলেন তিলক। তবে অষ্টম ওভারে ২০ বলে ২০ করে আউট হয়ে যান তিনি। ভারতের ব্যাটসম্যানরা এদিন ব্যাট হাতে রান করতে ব্যর্থ হন। শেষের দিকে ৩৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে ভারতের স্কোরকে তুলনামূলক সম্মানজনক জায়গায় পৌঁছে দেন হার্দিক পান্ডিয়া। যদিও শেষ পর্যন্ত ম্যাচটি হারে ভারত।
দক্ষিণ আফ্রিকার কাছে টসে হেরে প্রথমে ব্যাট করছিল ভারত। যখন ৮ নম্বর ওভারে খেলা গড়ায় তখন ঘটনাটি ঘটে। তখন বল করছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। ওভারের শেষ বলে কাভার এরিয়ায় হাওয়ায় জোরাল শট খেলেন তিলক বর্মা। সেই সময় ফিল্ডিংয়ে দাঁড়িয়ে থাকা ডেভিড মিলার হালকা শরীরটাকে ডান দিকে ছুড়ে দিলে বলটি তাঁর হাতে আটকে যায়। এরপরেই সেলিব্রেশনে মেতে ওঠে দক্ষিণ আফ্রিকা শিবির। তবে কিছুতেই বিষয়টি বিশ্বাস করতে পারছিলেন না তিলক বর্মা। তাই বেশ কিছুক্ষন ক্রিজে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাঁকে। মিলারের এই এক হাতে ক্যাচ লোফার ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সবাই এটিকে অবিশ্বাস্য বলে মনে করছেন। মিলারের ক্যাচ মনে করি দিচ্ছে আরও এক প্রোটিয়া কিংবদন্তির কথা, তিনি হলেন জন্টি রোডস।
দক্ষিণ আফ্ৰিকার বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে দাপট দেখিয়েছিল টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানরা। কিন্তু দ্বিতীয় ম্যাচে ব্যর্থ হল তারা। প্রথম ম্যাচের জয়ের নায়ক সঞ্জু স্যামসন এদিন শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন। এছাড়াও ব্যাট হাতে রান করতে ব্যর্থ হন অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব এবং রিঙ্কু সিং। মাত্র ৩ জন ব্যাটসম্যান ডবল ডিজিট রান করতে সক্ষম হন। তাঁরা হলেন তিলক বর্মা (২০) অক্ষর প্যাটেল (২৭) এবং হার্দিক পান্ডিয়া (৩৯*)। প্রথমে ব্যাট করে মাত্র ১২৪ রান তোলে ভারত। বোলিংয়ে লড়াই দেওয়ার চেষ্টা করেন বরুণ-বিষ্ণোইরা। ৫ উইকেট নেন বরুণ চক্রবর্তী।
তবে শেষ পর্যন্ত ম্যাচ ৩ উইকেটে জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। বর্তমানে সিরিজ ১-১। এখনও বাকি রয়েছে আরও ২টি ম্যাচ, অনুষ্ঠিত হবে আগামী ১৩ এবং ১৫ নভেম্বর।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :