AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রিয়াদে ব্যাটে বড় পুঁজি বাংলাদেশের


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৭:৪৬ পিএম, ১১ নভেম্বর, ২০২৪
রিয়াদে ব্যাটে বড় পুঁজি বাংলাদেশের

আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ ম্যাচে খেলতে নামে বাংলাদেশ। এ দিন টস জিতে আগে ব্যাট করতে নেমে আফগানদের ২৪৫ রানের লক্ষ্য দিয়েছে টাইগাররা। দলের হয়ে সর্বোচ্চ ৯৮ রানের ইনিংস খেলেন মাহমুদউল্লাহ রিয়াদ।

Mehidy Hasan Miraz and Mahmudullah put on a huge stand to lift Bangladesh, Afghanistan vs Bangladesh, 3rd ODI, Sharjah, November 11, 2024

সোমবার (১১ নভেম্বর) টস জিতে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে দুই টাইগার ওপেনার সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিম। দুজনের ব্যাট থেকে আসে ৫৩ রান। ২৩ বলে ২৪ রান করে অষ্টম ওভারের তৃতীয় বলে বোল্ড আউট হন সৌম্য। এরপর পিচে ধরে রাখতে পারেননি তামিমও।

টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন তিনি। দলকে দারুণ সূচনা এনে দেন তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। উদ্বোধনী জুটিতে দুজন যোগ করেন ৫৩ রান।

Mehidy Hasan Miraz flicks one through the leg side, Afghanistan vs Bangladesh, 3rd ODI, Sharjah, November 11, 2024

ব্যক্তিগত ২৪ রানে সৌম্য ফেরার পর ১৯ রানের ব্যবধানে আরো ৩ উইকেট হারায় বাংলাদেশ। তামিম ১৯, জাকির হাসান ৪ ও তাওহীদ হৃদয় ৭ রান করেন। ৭২ রানে চার উইকেট হারিয়ে অল্পেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় থাকলেও দলের হাল ধরেন মিরাজ ও মাহমুদউল্লাহ রিয়াদ।

পঞ্চম উইকেটে ১৪৫ রানের বিশাল জুটি গড়েন রিয়াদ ও মিরাজ। শততম ওয়ানডে খেলতে নামা মিরাজ ৬৬ রানে আউট হলে ভাঙে এ জুটি। জাকের আলী আজ সুবিধা করতে পারেননি। ফেরেন মাত্র ১ রানে। সঙ্গীদের বিদায়ে একপ্রান্ত ধরে খেলেন রিয়াদ।


একুশে সংবাদ/ এস কে
 

Link copied!