AB Bank
ঢাকা বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তাসমেরী অনুর্ধ্ব-১৪ স্কুল হ্যান্ডবলে চ্যাম্পিয়ন সানিডেইল ও ভিকারুননিসা


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৭:৫১ পিএম, ১১ নভেম্বর, ২০২৪
তাসমেরী অনুর্ধ্ব-১৪ স্কুল হ্যান্ডবলে চ্যাম্পিয়ন সানিডেইল ও ভিকারুননিসা

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং তাসমেরী এন্ড কোম্পানীর পৃষ্ঠপোষকতায় আয়োজিত তাসমেরী অনুর্ধ্ব-১৪ স্কুল হ্যান্ডবল টুর্নামেন্টের বালক ও বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে সানিডেইল ও ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজ।

আজ বিকেলে পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে উভয় বিভাগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।বালক বিভাগে সানিডেইল ২০-১৫ গোলে নারিন্দা সরকারী উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।এই বিভাগে সেন্ট গ্রেগরী হাই স্কুল ২৩-১৪ গোলে নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলকে হারিয়ে ৩য় স্থান অর্জন করে।

এর আগে সকালে ১ম সেমি ফাইনালে সানিডেইল ২৭-১৬ গোলে সেন্ট গ্রেগরী হাই স্কুলকে এবং ২য় সেমি ফাইনালে নারিন্দা সরকারী উচ্চ বিদ্যালয় ২২-১১ গোলে নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে।বালিকা বিভাগের ফাইনালে ভিকারুননিসা ১২-১০ গোলে সানিডেইলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

ফাইনালের আগে শহীদ বীর উত্তম লে: আনোয়ার গার্লস কলেজ ১৬-৪ গোলে শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়কে হারিয়ে ৩য় স্থান অর্জন করে।সকালে অনুষ্ঠিত ১ম সেমি ফাইনালে ভিকারুননিসা ১৯-৬ গোলে শহীদ বীর উত্তম লে: আনোয়ার গার্লস কলেজকে এবং ২য় সেমি ফাইনালে সানিডেইল ২৪-২ গোলে শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়কে পরাজিত করে ফাইনালের টিকেট পায়।

দুই বিভাগের সেরা খেলোয়াড় মনোনীত হয়েছে যথাক্রমে সানিডেইলের ১০ নং জার্সিধারী রাসদানুল হক ও ভিকারুননিসার ১০ নং জার্সিধারী ইলমি।টুর্ণামেন্টের সেরা গোলরক্ষক মনোনীত হয়েছে সানিডেইলের তাহসির ও ভিকারুননিসার আনজুম।আন্তর্জাতিক মাষ্টার রানী হামিদ প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাসমেরী এন্ড কোম্পানীর স্বত্বাধিকারী মো: সেলিম বিন বাতেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তাসমেরী গ্রুপ এর উপদেষ্টা (ফাইনান্স) ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মাকসুদ আহমেদ, ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ও টুর্নামেন্ট কমিটির সম্পাদক মো: সেলিম মিয়া বাবু, টুর্নামেন্ট কমিটির সহকারী সম্পাদক লিপি বেগমসহ ফেডারেশনের কর্মকর্তাগণ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর।


একুশে সংবাদ/ এস কে
 

Link copied!