AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আর্জেন্টিনা ও মেসির জার্সি পরা নিষিদ্ধ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১০:৪৫ এএম, ১২ নভেম্বর, ২০২৪
আর্জেন্টিনা ও মেসির জার্সি পরা নিষিদ্ধ

নভেম্বর ফিফা উইন্ডোতে দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা ফুটবল দল। দুইটি ম্যাচই বিশ্বকাপ বাছাইয়ের অংশ। আগামী ১৫ নভেম্বর প্রথম ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। দক্ষিণ আমেরিকার অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্ব চলছে।  

এই ম্যাচে বিশ্বচ্যাম্পিয়নদের আতিথ্য দেবে প্যারাগুয়ে। বাংলাদেশ শুক্রবার ম্যাচটি শুরু হবে ভোর সাড়ে পাঁচটায়। এই ম্যাচে বিশেষভাবে চোখ থাকবে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির দিকে। এদিন নিশ্চিতভাবে অনেকেই মাঠে আসবেন মেসির খেলা দেখতে।

তবে প্যারাগুইয়ান মেসি-ভক্ত খেলা দেখতে মাঠে আসবেন, তাদের জন্য বিশেষ নিয়ম করেছে দেশটির ফুটবল ফেডারেশন। ‘মেসি ১০’ লেখা জার্সি তো বটেই, আর্জেন্টিনার জার্সি পরেও ঢুকতে পারবে না প্যারাগুয়ের কোনো দর্শক।

বিষয়টি নিশ্চিত করেছেন প্যারাগুয়ের ফুটবল ফেডারেশনের লাইসেন্সিং ম্যানেজার ফার্নান্দো ভিলাসবোয়া । তিনি বলেছেন, ‘আমরা এরই মধ্যে স্থানীয় পর্যায়ে সতর্কবার্তা দিয়েছি। আমরা প্যারাগুয়ে কিংবা নিরপেক্ষ জার্সি ছাড়া গ্যালারির স্বাগতিক সমর্থকদের অংশে প্রবেশের অনুমতি দেব না। প্রতিপক্ষের জার্সি পরে যারা আসবেন, তারা থাকতে পারবেন না।’

ফুটবলভিত্তিক সংবাদমাধ্যম ‘গোল ডটকম’ প্যারাগুয়ের ফুটবল ফেডারেশনের এই নিয়মকে বলছে ‘অ্যান্টি–লিওনেল মেসি’ ব্যবস্থা। মেসির সঙ্গে এই নিয়ম সম্পৃক্ত থাকার আভাস অবশ্য ভিলাসবোয়ার পরের কথাটিতেই পাওয়া যায়, ‘যেসব ক্লাবের জার্সিতে প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের নাম থাকবে, সেগুলোকেও আমরা অনুমতি দেব না।’

আর্জেন্টাইন অধিনায়ক মেসির কারণে গ্যালারিতে তার দলের জার্সি নিষিদ্ধ করার কথা এবারই প্রথম নয়। এর আগে ২০২৩ সালের মার্চে ইন্টার মায়ামির বিপক্ষে কনক্যাকাফ চ্যাম্পিয়ন কাপের ম্যাচে গ্যালারির নির্দিষ্ট কিছু অংশে প্রতিপক্ষের জার্সি নিষিদ্ধ করেছিল ন্যাশভিলে।


একুশে সংবাদ/ এস কে

Link copied!