AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মালদ্বীপের বিপক্ষে আজ মাঠে নামবে বাংলাদেশ


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০২:২৩ পিএম, ১৩ নভেম্বর, ২০২৪
মালদ্বীপের বিপক্ষে আজ মাঠে নামবে বাংলাদেশ

ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের অংশ হিসেবে মালদ্বীপের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। যার প্রথমটি অনুষ্ঠিত হবে আজ (বুধবার)। বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। 

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা জানিয়েছেন, প্রস্তুতি ভালো হয়েছে এবং খেলোয়াড়রা আত্মবিশ্বাসী ও রোমাঞ্চিত। ফর্টিস এফসির বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার পর দল পুরোপুরি প্রস্তুত বলে মনে করছেন কোচ।

এই সিরিজে অধিনায়ক জামাল ভূঁইয়া না থাকায় অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মন অধিনায়কের দায়িত্ব পালন করবেন। সংবাদ সম্মেলনে তপু বলেন, আমাদের প্রস্তুতি ভালো। কোচ টেকনিকাল নির্দেশনা দিয়ে দিয়েছেন এবং মাঠে নিজেদের সেরাটা দেয়ার জন্য সবাই প্রস্তুত। ফর্টিসের বিপক্ষে ম্যাচে দলের খেলাধুলা নিয়ে আলোচনা হয়েছে, যা আমাদের জন্য শিক্ষণীয় হয়েছে।

সাম্প্রতিক সময়ে নারী ফুটবল দল এবং অনূর্ধ্ব-২০ দল সাফ চ্যাম্পিয়ন হয়েছে, যা জাতীয় দলের জন্য অনুপ্রেরণা। তপু বলেন, এই সাফল্যগুলো আমাদের জন্য উৎসাহের, এবং আমরাও এই দুই ম্যাচে ভালো করতে চাই। আমাদের লক্ষ্য আগামী বছরের এশিয়ান কাপ বাছাইয়ে ভালো করা। এই বছরের শেষ দুটি ম্যাচ ভালোভাবে শেষ করে আত্মবিশ্বাস নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই।

দুই ম্যাচের দ্বিতীয়টি হবে ১৬ নভেম্বর, একই মাঠে ও একই সময়ে। গত বছরের অক্টোবর মাসে বিশ্বকাপ বাছাইয়ের পর মালদ্বীপের মুখোমুখি হচ্ছে হ্যাভিয়ের ক্যাবরেরার দল।

একুশে সংবাদ/ এস কে

Link copied!