AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ওডিআই বোলারদের মধ্যে সেরার সেরা শাহিন


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৭:৪৩ পিএম, ১৩ নভেম্বর, ২০২৪
ওডিআই বোলারদের মধ্যে সেরার সেরা শাহিন

সদ্য প্রকাশিত আইসিসি মেন্স ওডিআই বোলারদের র‍্যাংঙ্কিংয়ে এক নম্বরে উঠে এলেন শাহিন আফ্রিদি। র‍্যাংঙ্কিং উন্নত হয়েছে  হ্যারিস রউফ, মহম্মদ রিজওয়ানসহ একঝাঁক পাকিস্তানি ক্রিকেটারের।   

বুধবার সদ্য প্রকাশিত আইসিসি ওডিআই বোলারদের র‍্যাংঙ্কিংয়ে এক নম্বর স্থানে উঠে এলেন শাহিন আফ্রিদি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিঃসন্দেহে এটা একটা বড় পাওনা পাকিস্তানের জন্য। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে দুরন্ত বোলিং করেছিলেন শাহিন। সেখানে তিনি ৩টি ম্যাচে মোট ৮টি উইকেট নিয়েছিলেন, গড় ছিল ১২.৬২। শাহিনের অসাধারণ বোলিং পারফরম্যান্স পাকিস্তানকে ২২ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জিততে সাহায্য করেছিল। এতদিন পয়লা নম্বর স্থানটি নিজের দখলে রেখেছিলেন দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ। তাঁকে সরিয়ে এক নম্বর স্থানটি দখল করলেন শাহিন আফ্রিদি। বর্তমানে দু-ধাপ নিচে নেমে তৃতীয় স্থানে রয়েছেন কেশব। তবে দ্বিতীয় স্থানেই টিকে রইলেন আফগানিস্তানের রশিদ খান।  

এর আগে গতবছরের মাঝামাঝি সময়, যখন ভারতে বিশ্বকাপ চলছিল তখন পয়লা নম্বর স্থান দখল করেছিলেন শাহিন আফ্রিদি। কিন্তু পরবর্তীতে সেই স্থান তাঁকে খোয়াতে হয়েছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক সিরিজ জয়ের পর পাকিস্তানের অনেক ক্রিকেটারেরই র‍্যাঙ্কিং উন্নত হয়েছে। শাহিনের সতীর্থ হ্যারিস রউফও ১৪ ধাপ উপরে উঠে এসেছেন। বর্তমানে আইসিসি মেন্স বোলারদের র‍্যাঙ্কিংয়ে তাঁর স্থান ১৩। এটি হ্যারিসের ক্রিকেট ক্যারিয়ারের সর্বোচ্চ র‍্যাঙ্কিং। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে তিনি দুরন্ত পারফরম্যান্স করেছিলেন। ৩ ম্যাচে ১০ উইকেট নেওয়ার পাশাপাশি প্লেয়ার অফ দ্য সিরিজও নির্বাচিত হয়েছিলেন। এই দুই ক্রিকেটারের পাশাপাশি পাকিস্তানের নাসিম শাহও ১৪ ধাপ উপরে উঠে ৫৫ নম্বর স্থান দখল করেছেন। 

শাহিন আফ্রিদি বোলারদের ক্রমতালিকায় পয়লা নম্বরে উঠে আসায় ব্যাটিং এবং বোলিং- উভয় বিভাগেই ১ নম্বর স্থান দখল করেছে পাকিস্তান। আগে থেকেই আইসিসি মেন্স ওডিআই ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে ১ নম্বর স্থান দখল করে রেখেছিলেন বাবর আজম। এবারও তাঁকে সরাতে পারেননি কেউ। প্রাক্তন পাকিস্তানের অধিনায়ক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে দুরন্ত ফর্মে ছিলেন। তাঁকে মাত্র ১ বার আউট করতে পেরেছিলেন অজিরা।

এছাড়াও ব্যাটসম্যানদের মধ্যে ক্রমতালিকায় উপরে উঠে এসেছেন পাকিস্তানের বর্তমান অধিনায়ক মহম্মদ রিজওয়ান। তিনি ২ ধাপ উপরে উঠে ২৩ নম্বর স্থান দখল করেছেন। এছাড়াও ব্যাটসম্যানদের তালিকায় উল্লেখযোগ্য ভাবে ভালো করেছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনিও ১১ ধাপ উপরে উঠে ২৩ নম্বর স্থান দখল করেছেন। এছাড়াও র‍্যাঙ্কিং উন্নত হয়েছে আফগানিস্তানের অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাইয়ের। তিনি ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে ৩১ নম্বর স্থানে উঠে এসেছেন।  
 

একুশে সংবাদ/ এস কে

Link copied!