AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রংপুরের অনুশীলন শুরু, অনুশীলনে সোহান-সাইফউদ্দিনরা


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
১২:১৮ পিএম, ১৪ নভেম্বর, ২০২৪
রংপুরের অনুশীলন শুরু, অনুশীলনে সোহান-সাইফউদ্দিনরা

বিশ্বের বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলগুলোকে নিয়ে এক সময় আয়োজিত হতো চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি।কিন্তু কিন্তু কয়েক আসর পর  এই টুর্নামেন্টটি বন্ধ হয়ে যায়। অবশেষে দশ বছর পর আবারও শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি। যার আয়োজক ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট।  ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড পাঁচটি ফ্র্যাঞ্চাইজি দলকে নিয়ে গ্লোবাল সুপার লিগ নামে নতুন একটি টুর্নামেন্ট আয়োজন করছে। যেখানে অংশ নেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল রংপুর রাইডার্স।

ইতোমধ্যে গ্লোবাল সুপার লিগের ম্যাচসূচিও ঘোষণা করা হয়েছে। আগামী ২৬ নভেম্বর পর্দা উঠবে প্রথম আসর। উদ্বোধনের পরের দিনেই (২৭ নভেম্বর) মাঠে নামবে রংপুর। প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিনিধিদের প্রতিপক্ষ ইংল্যান্ডের হ্যাম্পশায়ার হকস। হ্যাম্পশায়ার ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টের অন্যতম সফল দল।

আর এই টুর্নামেন্টকে সামনে রেখে বৃৃহস্পতিবার (১৪ নভেম্বর) থেকে অনুশীলন শুরু করেছে রংপুর। মিরপুর শের-ই বাংলা মাঠের একাডেমি প্রাঙ্গনে এদিন সকাল সকাল হাজির হন ক্রিকেটাররা। নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিনও রয়েছেন প্রথমদিনের অনুশীলনে। এছাড়া রংপুরের কোচের ভূমিকায় দেখা গেল মোহাম্মদ আশরাফুলকে।

রংপুর এবং ইংলিশ দলটি ছাড়া টুর্নামেন্টটিতে অংশ নেবে স্বাগতিক ক্যারিবীয় দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, পাকিস্তান সুপার লিগের (পিএসএল) লাহোর কালান্দার্স, অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলা ভিক্টোরিয়ান ক্রিকেট দল।

রংপুর রাইডার্স স্কোয়াড : নুরুল হাসান সোহান, সৌম্য সরকার, শেখ মেহেদি, আফিফ হোসেন, মোহম্মদ সাউফউদ্দিন, সাইফ হাসান, রিশাদ হোসেন, আরাফাত সানি, কামরুল ইসলাম রাব্বি, ম্যাথু ফোর্ড (ওয়েস্ট ইন্ডিজ), হারমিত সিং (যুক্তরাষ্ট্র), ওয়েইন ম্যাডসেন (ইংল্যান্ড), জ্যাক চ্যাপেল (ইংল্যান্ড)।

একুশে সংবাদ/ এস কে
 

Link copied!