চলতি মাসে শ্রীলংকা সফরে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ক্রিকেট দল। যেখানে তারা দুটি তিন দিনের ম্যাচ এবং তিনটি একদিনের ম্যাচ খেলবে। ওয়ানডে ম্যাচগুলো হবে যথাক্রমের ২৪, ২৬, এবং ২৮ নভেম্বর।এরপর ১ থেকে ৩ ডিসেম্বর প্রথম তিনদিনের এবং ৬ থেকে ৮ ডিসেম্বর দ্বিতীয় তিনদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে। এই সিরিজে বাংলাদেশি কিশোরদের সামনে থাকবে কঠিন চ্যালেঞ্জ। কারণ অনূর্ধ্ব-১৭ পর্যায়ে বেশ শক্তিশালী দল শ্রীলংকা।
দলের কোচ হিসেবে থাকছেন তুষার ইমরান। এদিকে, আসন্ন এশিয়া কাপের জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলও। এশিয়া কাপের আগে আরব আমিরাতে একটি প্রস্তুতি ম্যাচে ভারত অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে খেলবে তারা।
টুর্নামেন্টের আগে স্থানীয় কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে কন্ডিশনিং ক্যাম্প করবে বাংলাদেশ দল। বিসিবি গেম ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার আবু ইমাম মো. কাউসার জানিয়েছেন, এশিয়া কাপের ভেন্যুতেই কন্ডিশনিং ক্যাম্প হবে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :