ভারত–পাকিস্তানের ক্রিকেটীয় উত্তেজনা এখন চরমে। আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানে দল পাঠাতে রাজি নয় ভারত। তা নিয়েই শুরু হয়েছে এই উত্তেজনা। অনিশ্চয়তায় পড়ে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। পাকিস্তানও সিদ্ধান্ত নিয়েছে, ভবিষ্যতে তারা ভারতের সঙ্গে ম্যাচ খেলবে না।
২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠার কথা ছিল চ্যাম্পিয়নস ট্রফির এবারের আসরের। কিন্তু ভারতের দল না পাঠানোর সিদ্ধান্তে এখনো সূচি চূড়ান্ত করা যায়নি। টুর্নামেন্ট নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তাও।
পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ মনে করেন, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) উচিত ভারত ও পাকিস্তানকে কোনো টুর্নামেন্ট আয়োজন করতে না দেয়া, যতক্ষণ পর্যন্ত দুই দেশ নিজেদের মধ্যে ঝামেলা না মেটায়।
চিরপ্রতিদ্বন্দ্বী দেশটির মধ্যকার চলমান পরিস্থিতি জটিলতর হয়েছে ভারতের অবস্থানে। ২০০৮ সালের পর পাকিস্তানে যায়নি ভারত ক্রিকেট দল। গত বছর পাকিস্তান এশিয়া কাপের আয়োজক হলেও ভারতের চাওয়ায় টুর্নামেন্টটি শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে শ্রীলঙ্কায় আয়োজন করা হয়।
আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির ক্ষেত্রেও পাকিস্তানে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সরকারি সিদ্ধান্তের বিষয়টি আইসিসিকে জানিয়েছে। তা আইসিসির কাছ থেকে জানার পর ক্ষোভে ফেটে পড়েছে পাকিস্তানের ক্রিকেটাঙ্গন। ভারতকে ছাড়াই চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন এবং ভবিষ্যতে ভারতের সঙ্গে কোনো প্রতিযোগিতায় না খেলার কথা ভাবছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
বার্তা সংস্থা পিটিআইকে রশিদ লতিফ বলেছেন, ‘পাকিস্তান ভারতের সঙ্গে খেলা বন্ধ করে দেয়ার বড় সম্ভাবনা আছে। আমার যদি ক্ষমতা থাকত, আমিই এই পদক্ষেপ নিতাম। এ জন্য আমি কাউকে দোষারোপ করতাম না। তুমি যদি (পাকিস্তানে) খেলতে না চাও, তাহলে আমাদের সঙ্গে খেলোই না। আমি সিদ্ধান্ত নেয়ার জায়গায় থাকলে এটাই নিতাম। বিসিসিআইয়ের বিরুদ্ধে লড়তাম।’
ভবিষ্যতের অচলাবস্থা কাটাতে লতিফ আইসিসিকে একটি পরামর্শ দিয়েছেন, ‘আমার মতে, ভারত-পাকিস্তান দুই দেশের আয়োজন স্বত্ব স্থগিত করা উচিত। যত দিন না তাদের ঝামেলা মেটে, একটা সমাধান না আসে।’
ভারতীয় ক্রিকেট বোর্ডকে দায়ী করে লতিফ বলেন, ‘প্রথমবারের মতো বলছি, দায়টা এখানে বিসিসিআইয়ের। তারা যে কারণ দেখায়, সেটা খুবই দুর্বল। আপনাদের নিরাপত্তা নিয়ে আপত্তি থাকলে সেটা বলুন। আইসিসির নিরাপত্তা দল পাকিস্তানে এসে টুর্নামেন্ট নিয়ে সবুজ সংকেত দিয়ে গেছে। আপনাদের আপত্তি থাকলে ওদের বলতে পারতেন।’
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :