AB Bank
ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাতে ভেনেজুয়েলার মুখোমুখি ব্রাজিল


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০১:০১ পিএম, ১৪ নভেম্বর, ২০২৪
রাতে ভেনেজুয়েলার মুখোমুখি ব্রাজিল

বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের অবস্থান অনেকটাই শক্ত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এবার এগিয়ে যাওয়ার চ্যালেঞ্জ। সেই লক্ষ্য বৃহস্পতিবার (১৪ নভেম্বর) গভীর রাতে ভেনেজুয়েলার মুখোমুখি হবে সেলেসাওরা। ফিফা র‍্যাংকিংয়ে দুই দলের মধ্যে পার্থক্য ৩৯ ধাপ। তারপরও ভেনেজুয়েলাকে ছোট দল হিসেবে দেখছেন না ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র।

মাতুরিনের মনুমেন্তাল স্টেডিয়ামে ব্রাজিলকে আতিথেয়তা ভেনেজুয়েলা। বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিনগত রাত ৩টায় মাঠে গড়াবে ম্যাচটি। ভারতীয় উপমহাদেশের কোনো চ্যানেলে সরাসরি দেখা যাবে না ম্যাচটি। 

তবে ব্রাজিল সমর্থকদের জন্য সুখবর হলো লাইভ স্ট্রিম অ্যাপ ফ্যানাটিজ ইউএসএতে ব্রাজিল-ভেনেজুয়েলার লড়াই দেখা যাবে। এছাড়া ফেসবুক-ইউটিউবের বিভিন্ন চ্যানেলেও দেখা যাবে ম্যাচটি।    

বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল সবশেষ অক্টোবরে  চিলি ও পেরুর বিপক্ষে টানা দুইটি ম্যাচে জয় পেয়েছে। দাই এই ম্যাচ নিয়েও আশাবাদী কোচ দরিভাল। সেই লক্ষ্যে ব্রাজিলের শহর বেলেমে অনুশীলন করেছে সেলেসাওরা। সেখানে এই ম্যাচ নিয়ে দরিভাল বলেছেন, ‘মনে হয় না ম্যাচটা সহজ হবে। ভেনেজুয়েলা ও বলিভিয়ার কথা ভুলে যান, এই মুহূর্তে (ফুটবলের) বৈশ্বিক ক্রম বদলে যাচ্ছে।’

‘দক্ষিণ আমেরিকান ফুটবল সব মিলিয়ে অনেক এগিয়েছে। বেশির ভাগ জাতীয় দলে তাকালে দেখবেন, খেলোয়াড়েরা বিশ্বের বিভিন্ন দলে খেলছে। এটা কিছুদিন আগেও দেখা যায়নি।’-যোগ করেন তিনি।

ছোট দলগুলো অনেক উন্নতি করেছে বলে মনে করেন দরিভাল। তিনি বলেন, ‘শীর্ষ দলগুলোর উন্নতির খুব বেশি জায়গা নেই। কিন্তু নিচু সারির দলগুলো বড় বড় পদক্ষেপে এগোচ্ছে। এতে পার্থক্যটা অনেক কমেছে এবং ম্যাচগুলোও হয়ে উঠছে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।’

বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের প্রথম ৮ ম্যাচের ৪টিতেই হেরেছিল ব্রাজিল। তবে এরপর ঘুরে দাঁড়ায় দরিভালের দল। বর্তমানে ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলে চতুর্থ স্থানে আছে ব্রাজিল। লাতিন আমেরিকা থেকে পয়েন্ট টেবিলে শীর্ষ ৬ দল সরাসরি খেলবে ২০২৬ বিশ্বকাপে। সপ্তম দলকে প্লে অফ খেলে আসতে হবে।
 

একুশে সংবাদ/ এস কে

Link copied!