টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর আবারো আলোচনায় ইমরুল কায়েস। এবার খবরের কারণ অবশ্য ভিন্ন। অস্ট্রেলিয়ায় তিনি দেশটির সাবেক অলরাউন্ডার শেন ওয়াটসনের সঙ্গে ক্রিকেট অ্যাকাডেমি তৈরি করছেন।
খেলোয়াড়ি জীবনের অবসানের পর কোচিংকেই পেশা হিসেবে বেছে নিতে চান ইমরুল। সেজন্য তার অস্ট্রেলিয়ায় লেভেল থ্রি প্রশিক্ষণ নেয়ার পরিকল্পনা রয়েছে তার। গত বেশ কয়েক বছর ধরেই অস্ট্রেলিয়াতে নিয়মিত যাতায়াত করছেন এই বাঁহাতি ব্যাটার। দুই বছর আগে সেখানকার স্থায়ী বাসিন্দাও হয়ে গেছেন।
ক্রিকেট ক্যারিয়ারের সুবাদে অনেক অস্ট্রেলিয়ান ক্রিকেটারের সঙ্গেই তার সখ্যতা আছে। বিশেষত ওয়াটসনের সঙ্গে বন্ধুত্বটা বেশ ভালো। এ প্রসঙ্গে দেশের একটি গণমাধ্যমকে ইমরুল বলেন, ‘অনেক বড় বড় অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে। আমি এবং শেন ওয়াটসন একটি অ্যাকাডেমি তৈরি করার চেষ্টা করছি। ও সেখানে যুক্ত থাকবে। সব মিলিয়ে আমি মনে করি ভালো এটি একটি উদ্যোগ হবে।’
ক্যারিয়ার শেষে অস্ট্রেলিয়াতে স্থায়ী হওয়ার পরিকল্পনা থাকলেও দেশের ডাকে সবসময় সাড়া দিতে প্রস্তুত এই ওপেনার। দেশের হয়ে কোচিং বা অন্য কোনো ভূমিকায় কাজ করতে পারলে নিজেকে ভাগ্যবান মনে করবেন তিনি।
‘দেশ আমাকে অনেক কিছু দিয়েছে, দেশের ক্রিকেট আমাকে অনেক সম্মান দিয়েছে। আমি দেশের ক্রিকেটের প্রতি ঋণী। আমি যদি কখনও দেশের ক্রিকেটকে কিছু দিতে পারি তাহলে নিজেকে অনেক ভাগ্যবান মনে করবো।’
‘আমি ক্রিকেটিং ক্যারিয়ারে যতটা পারিনি। অন্য জায়গায়, হয়তো কোচিং পেশায় এসে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। আমি অস্ট্রেলিয়ায় যাবো এজন্য সেখানে লেভেল থ্রি (কোচিং প্রশিক্ষণ) করব। ভালো অ্যাকাডেমির অধীনেই আমি অনুশীলন করাবো।’
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :