AB Bank
ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করার মিশনে অস্ট্রেলিয়া


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৭:২৬ পিএম, ১৫ নভেম্বর, ২০২৪
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করার মিশনে অস্ট্রেলিয়া

বৃষ্টি বিঘ্নিত প্রথম ম্যাচ জিতে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। জয়ের ধারা অব্যাহত রেখে দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করতে চায় অসিরা।আগামীকাল সিডনিতে বাংলাদেশ সময় দুপুর ২টায় মুখোমুখি হবে দু’দল।

হার দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শুরু করেছিলো পাকিস্তান। কিন্তু ঘুড়ে দাঁড়াতে সময় নষ্ট করেনি তারা। শেষ দুই ম্যাচ জিতে ২২ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের নজির গড়ে পাকিস্তান।ওয়ানডের মত টি-টোয়েন্টি সিরিজও হার দিয়ে শুরু করে পাকিস্তান। ব্রিজবেনে বৃষ্টির কারনে নির্ধারিত ৭ ওভারের ম্যাচে প্রথম ব্যাট করে ৪ উইকেটে ৯৩ রান করে অস্ট্রেলিয়া। 

দু’টি ডাকসহ ওয়ানডে সিরিজে মাত্র ১৬ রান করেছিলেন মারকুটে ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল। তবে টি-টোয়েন্টির প্রথম ম্যাচেই ১৯ বলে ৪৩ রানের ইনিংসে ম্যাচ সেরা হন তিনি। ৯৪ রানের টার্গেটে খেলতে নেমে অস্ট্রেলিয়ার তিন পেসারের তোপে মাত্র ১৬ রানে দলের অর্ধেক ব্যাটারকে হারায় পাকিস্তান। শুরুর ধাক্কা পরবর্তীতে আর সামলে উঠতে না পারলে ৭ ওভারে ৯ উইকেটে ৬৪ রান করে ২৯ রানে ম্যাচ হারে মোহাম্মদ রিজওয়ানের দল।  

পাকিস্তান দলের স্বীকৃত ছয় ব্যাটারের কেউই দুই অংকে পা রাখতে পারেননি। দ্বিতীয় ম্যাচের দলের ব্যাটারদের কাছে বড় স্কোর চান পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান।

তিনি বলেন, ‘প্রথম ম্যাচে ব্যাটাররা ভালো করতে পারেনি। ব্যাটাররা দায়িত্ব নিয়ে খেলতে পারলে ৯৪ রান সম্ভব ছিলো। টি-টোয়েন্টিতে ব্যাটার-বোলারদের একত্রে জ্বলে উঠতে হয়। কিন্তু আমাদের ব্যাটিং খুবই বাজে হয়েছে। সিরিজে সমতা ফেরাতে ব্যাটারদের বড় রান করতে হবে।’

টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে প্রথমে ম্যাচেই জয় পেয়েছেন জশ ইংলিশ। জয়ের ধারা অব্যাহত রেখে দ্বিতীয় ম্যাচেই সিরিজ নিজেদের করে নিতে চান তিনি। ইংলিশ বলেন, ‘৭ ওভারের ম্যাচে দল যেভাবে খেলেছে, তাতে আমি খুশি। আশা করবো, পরের ম্যাচেই আমরা সিরিজ জয় নিশ্চিত করতে পারবো। পাকিস্তান ঘুড়ে দাঁড়াতে সর্বাত্মক চেষ্টা করবে। কিন্তু যেকোন পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা প্রস্তুত আছি।’

টি-টোয়েন্টি ফরম্যাটে এ পর্যন্ত ২৬ ম্যাচে মুখোমুখি হয়েছে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। এরমধ্যে ১৩টিতে পাকিস্তান ও ১২টিতে জয় পায় অস্ট্রেলিয়া। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়। সর্বশেষ ৫ ম্যাচের সবগুলোতেই হেরেছে পাকিস্তান।

সিডনিতে এখন পর্যন্ত একবার টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। ২০১৯ সালের ঐ ম্যাচটি বৃষ্টির কারনে পরিত্যক্ত হয়েছিলো।

একুশে সংবাদ/ এস কে
 

Link copied!