বাংলাদেশ জাতীয় দলের ওপেনার ইমরুল কায়েস টেস্ট ও প্রথম শ্রেণির ক্রিকেটকে সম্প্রতি বিদায় জানিয়েছেন। লাল বলের ক্রিকেটে বিদায়ী ম্যাচে তাকে বিশেষ সম্মাননা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।শনিবার (১৬ নভেম্বর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজের শেষ প্রথম শ্রেণির ম্যাচে মাঠে নামেন ইমরুল। লাঞ্চ বিরতিতে বিসিবির দেওয়া সম্মাননায় উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল, সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদিন নান্নু ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
জাতীয় দলের বর্তমান ক্রিকেটার নুরুল হাসান সোহান ও মোহাম্মদ মিঠুন দলের পক্ষ থেকে ইমরুলকে সম্মাননা স্মারক তুলে দেন। পরে সবাই মিলে দলীয় ফটোসেশনে অংশ নেন।
ইমরুল প্রথম ইনিংসে ব্যাট হাতে আলো ছাড়াতে পারেননি । মাত্র ১৬ রানে প্যাভিলিয়নে ফিরে যান। ২০০৭ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হওয়া ইমরুল কায়েস বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিনের পারফর্মার হিসেবে পরিচিত ছিলেন। তার বিদায়ে দেশের ক্রিকেটে লাল বলের ক্রিকেটের একটি অধ্যায়ের সমাপ্তি হতে যাচ্ছে।
জাতীয় দলের হয়ে সর্বশেষ ২০১৯ সালে ভারতের বিপক্ষে গোলাপি বলের টেস্টে খেলেছিলেন এই বাঁহাতি ব্যাটার। এরপর আর টাইগারদের হয়ে তার খেলা হয়নি। টেস্ট এবং প্রথম শেণির ক্রিকেট থেকে অবসর নিয়েও ওয়ানডে ও টি-২০ ফরম্যাট চালিয়ে যাবেন । ডিসেম্বরে অনুষ্ঠেয় বিপিএলে খুলনা টাইগার্সে খেলবেন ইমরুল। ‘বি’ ক্যাটাগরির ড্রাফট থেকে দল পেয়েছেন তিনি।
গত বুধবার দুপুরে নিজের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় লাল বলের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন ইমরুল। তিনি বলেন, ১৬ তারিখ আমি আমার ফার্স্ট ক্লাস ক্রিকেট এবং টেস্ট ক্রিকেট ক্যারিয়ারের সমাপ্তি করতে যাচ্ছি। এটা আমার লাইফের গত ১৭ বছরের সবচেয়ে কঠিন এবং আবেগের মুহূর্ত।
টেস্টে নিজের নামের প্রতি খুব একটা সুবিচার করতে পারেননি ইমরুল। এই ফরম্যাটে ৩৯ ম্যাচে ২৪.২৮ গড়ে ১৭৯৭ রান করেছেন বাঁহাতি এ ওপেনার। চারটি ফিফটির পাশাপাশি তিনটি সেঞ্চুরি করেছেন তিনি।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :