কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিলের বিদায়ের পর প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান তিতে। এরপর ফার্নান্দো দিনিজকে দিয়ে কাজ চালিয়ে যেতে চেয়েছিল ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ)। কারণে, তখন গুঞ্জন উঠেছিল রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ব্রাজিলের দায়িত্ব নিবেন কার্লো আনচেলত্তি। তবে শেষ পর্যন্ত রিয়ালের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ান এই ইতালিয়ান কোচ।
আনচেলত্তিকে না পেয়ে দরিভাল জুনিয়রকে কোচ করে ব্রাজিল। দরিভালের শুরুটা ইতিবাচক হলেও তার অধীনে ধারাবাহিক হতে পারছে না সেলেসাওরা। তবে এবার বড় পরিবর্তন আসছে ব্রাজিলের ফুটবলে। সংবাদমাধ্যম স্পোর্ত জানিয়েছে, ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও নিজেই নাকি সিবিএফের সভাপতি হতে চান। পাশাপাশি তিনি কোচ হিসেবে দলে আনতে চান ইউরোপের সেরা কোচদের একজন পেপ গার্দিওলাকে।
আগামী বছর সিবিএফের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। সিবিএফের বর্তমান প্রেসিডেন্ট এনদালদো রদ্রিগেজ সামনের বছরও নির্বাচনে দাঁড়াবেন। আর গুঞ্জন উঠেছে, সেই নির্বাচনে লড়াইয়ে নামতে পারেন রোনালদো নাজারিও। আর এমনটাই যদি হয়, তাহলে কঠিন এক লড়াই হবে। এরই মধ্যে ব্রাজিলিয়ান ক্লাব ক্রুজেইরো মালিকানা ছেড়ে দিয়েছেন রোনালদো।
২০১১ সালে বুটজোড়া তুলে রাখার পর ২০১২ সালে একবার সিবিএফের সভাপতি হতে চাওয়ার কথা বলেছিলেন রোনালদো। এছাড়াও, রোনালদো খেলোয়াড়ি জীবনের সময় থেকেই ব্যবসা ও সামাজিক–রাজনৈতিক দুনিয়ায় নিজের নেটওয়ার্ক তৈরির কাজে ব্যস্ত ছিলেন। আর ফুটবলার হিসেবে জনপ্রিয়তার বিষয়টি তো রয়েছেই।
আর যদি সিবিএফের প্রেসিডেন্ট নির্বাচিত হন রোনালদো নাজারিও, তাহলে ব্রাজিলের দলে কোচ হিসেবে তার প্রথম পছন্দ পেপ গার্দিওলা। এমনটাই গুঞ্জন উঠেছে। এদিকে গার্দিওলা আগেও জাতীয় দলের কোচ হওয়ার ইচ্ছার কথা বলেছেন। এখন দেখার বিষয়, রোনালদো সিবিএফের নির্বাচনে অংশ নেন কিনা।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :