অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য সমাপ্ত টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর এবার জিম্বাবুয়ে সফরে যাচ্ছে পাকিস্তান। এরইমধ্যে আসন্ন এ সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত জিম্বাবুয়ে দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তিন খেলোয়াড়। একই সঙ্গে টি-২০ সিরিজের দলও ঘোষণা করেছে স্বাগতিকরা।
গতকাল সোমবার (১৮ নভেম্বর) পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-২০ সিরিজের জন্য দল ঘোষণা করে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। ওয়ানডে ফরম্যাটের জন্য ক্রেইগ আরভিনের নেতৃত্বে ১৫ সদস্যের দলে প্রথমবারের জন্য ডাক পেয়েছেন ট্রেভর গুয়ান্ডু, তাশিঙ্গা মুসেকিওয়া এবং তিনোতেন্দা মাপোসা। টি-২০ ফরম্যাটে যথারীতি নেতৃত্ব থাকছে সিকান্দার রাজার হাতে।
গুয়ান্ডু এবং মুসেকিওয়া এর আগে জিম্বাবুয়ের হয়ে টি-২০ খেললেও ২১ বছর বয়সী পেসার মাপোসা আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো ডাক পেয়েছেন। মাপোসা এখন পর্যন্ত মাত্র ৩টি লিস্ট `এ` ম্যাচ খেলেছেন। যেখানে ৬.২৯ ইকোনমি রেটে শিকার করেছেন ৪ উইকেট।
ব্লেসিং মুজারাবানি এবং রিচার্ড এনগারাভা ওয়ানডে এবং টি-২০ উভয় সিরিজেই জিম্বাবুয়ের বোলিং আক্রমণের নেতৃত্বে থাকবেন। শন উইলিয়ামস ইনজুরির কারণে এই বছরের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের সিরিজে খেলতে পারেননি।পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলে ফিরলেও টি-২০ স্কোয়াডে তাকে উইলিয়ামসখা হয়নি। ২০২৩ সালের জুলাইয়ে শেষবার ওয়ানডে খেলেছিলেন তিনি। এদিকে ওয়ানডের অধিনায়ক আরভিনকেও টি-২০র স্কোয়াডে রাখা হয়নি।
গত মাসে কেনিয়ায় ২০২৬ টি-২০ বিশ্বকাপের সাব-রিজিওনাল কোয়ালিফায়ার জেতা দলটিকেই পকিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজের জন্য ধরে রেখেছে জিম্বাবুয়ে। এই টুর্নামেন্টেই স্বীকৃত টি-২০তে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়েছে সিকান্দার রাজার দল।আগামী ২৪ নভেম্বর ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে। সিরিজের শেষ ওয়ানডে ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এরপ মাঠে গড়াবে টি-২০ সিরিজ। দুই সিরিজের সবকয়টি ম্যাচের ভেন্যু বুলাওয়ে।
জিম্বাবুয়ের ওয়ানডে স্কোয়াড: ক্রেইগ আরভিন (অধিনায়ক), ফারাজ আকরাম, ব্রায়ান বেনেট, জয়লর্ড গুম্বি, ট্রেভর গুয়ান্ডু, ক্লাইভ মাদান্দে, তিনোতেন্দা মাপোসা, তাদিওয়ানাসে মারুমানি, ব্রেন্ডন মাভুতা, তাশিঙ্গা মুসেকিওয়া, ব্লেসিং মুজারাবানি, ডিন মায়ার্স, রিচার্ড এনগারাভা, সিকান্দার রাজা ও শন উইলিয়ামস।
জিম্বাবুয়ের টি-২০ স্কোয়াড: সিকান্দার রাজা (অধিনায়ক), ফারাজ আকরাম, ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, ট্রেভর গুয়ান্ডু, ক্লাইভ মাদান্দে, ওয়েসলি মেধেভেরে, তিনোতেন্দা মাপোসা, তাদিওয়ানাসে মুরামানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্রেন্ডন মাভুতা, তাশিঙ্গা মুসেকিওয়া, ব্লেসিং মুজারাবানি, ডিন মায়ার্স ও রিচার্ড এনগারাভা।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :