বিশ্বকাপ বাছাইয়ের লাতিন অঞ্চলের ম্যাচ খেলতে মাঠে নামবে দুই ফুটবল পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। দল দুটির খেলা দেখতে মুখিয়ে আছেন বিশ্বের ক্রীড়াপ্রেমী দর্শকরা।
বুধবার (২০ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টায় বুয়েন্স আয়ার্সের লা বোম্বোনেরা স্টেডিয়ামে পেরুর মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সকাল পৌনে ৭টায় সালভাদরের ফন্টে নোভা অ্যারেনায় উরুগুয়ের বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
ভারতীয় উপমহাদেশের কোনো চ্যানেলে খেলাগুলো সরাসরি সম্প্রচারিত হবে না। তবে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকরা ম্যাচ উপভোগে বঞ্চিত হবেন না। অনলাইনে লাইভ স্ট্রিমগুলোতে বিনামূল্যে ম্যাচ দুটি দেখা যাবে।
ব্রাজিলের ম্যাচ দেখতে এখানে ক্লিক করুন। আর্জেন্টিনার ম্যাচ দেখতে এখানে ক্লিক করুন।
নিজেদের শেষ ম্যাচে আলবিসেলেস্তেরা প্যারাগুয়ের কাছে হেরে ২-১ গোলে হেরেছিল। ফলে পেরু ম্যাচটি তাদের জন্য ঘুরে দাঁড়ানোর লড়াই। আর্জেন্টিনার মতো নিজেদের সবশেষ ম্যাচে জয়হীন ছিল ব্রাজিলও। ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটিতে ১-১ গোলে ড্র করে ডরিভাল জুনিয়রের শিষ্যরা।
১১ ম্যাচে ৭ জয় ও এক ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ বাছাইয়ের লাতিন অঞ্চলের পয়েন্ট টেবিলের শীর্ষে আর্জেন্টিনা। সমান ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ব্রাজিল। ১১ ম্যাচে ব্রাজিলের চেয়ে ২ পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে উরুগুয়ে। ৭ পয়েন্ট নিয়ে ১০ দলের মধ্যে নবম স্থানে আছে পেরু।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :