AB Bank
ঢাকা মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচ ড্র, মুরাদের হ্যাটট্রিক


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৭:৪৯ পিএম, ১৯ নভেম্বর, ২০২৪
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচ ড্র, মুরাদের হ্যাটট্রিক

বাঁ-হাতি স্পিনার হাসান মুরাদের হ্যাটট্রিকে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে ব্যাট-বল হাতে ভালোভাবেই নিজেদের ঝালিয়ে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজ নির্বাচিত একাদশের বিপক্ষে দু’দিনের প্রস্তুতি ম্যাচ ড্র করেছে টাইগাররা। ১.৪ ওভাওে ১ রানে ৩ উইকেট নিয়েছেন মুরাদ। প্রথম ইনিংসে বাংলাদেশের ২৫৩ রানের জবাবে ৯ উইকেটে ৮৭ রান করে ওয়েস্ট ইন্ডিজ নির্বাচিত একাদশ।

অ্যান্টিগার কুলিজ ক্রিকেট গ্রাউন্ড ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে প্রথম দিনই অলআউট হয় বাংলাদেশ। ৭৩.২ ওভারে ২৫৩ রানে গুটিয়ে যায় টাইগাররা। দলের পক্ষে জাকের আলি ৪৮ ও মাহিদুল ইসলাম অঙ্কন ৪১ রানে রিটায়ার্ড হার্ট হয়ে সাজঘরে ফিরেছেন। এছাড়া ৩১ রান করে সংগ্রহ করেছেন মোমিনুল হক ও উইকেটরক্ষক লিটন দাস।

বাংলাদেশের ইনিংস শেষে প্রথম দিনই ব্যাট করার সুযোগ পায় ওয়েস্ট ইন্ডিজ নির্বাচিত একাদশ। প্রথম দিন শেষে ২ ওভারে ১ উইকেটে ৫ রান করেছিলো সফরকারীরা। বৃষ্টির কারণে দ্বিতীয় ও শেষ দিনের খেলা সাড়ে চার ঘন্টা পর শুরু হয়। শুরুতেই বাংলাদেশ বোলারদের তোপের মুখে পড়ে ওয়েস্ট ইন্ডিজ নির্বাচিত একাদশের ব্যাটাররা। ২৬.১ ওভারে ৮৭ রান তুলতেই সপ্তম উইকেট হারায় তারা।

২৬তম ওভারে প্রথবারের মত আক্রমণে এসে ১ রান দেন মুরাদ। ২৮তম ওভারে নিজের দ্বিতীয় ওভার করতে এসে হ্যাটট্রিক করেন তিনি। ঐ ওভারের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে- ড্যানিয়েল বেকফোর্ডকে এলবিডব্লিউ, নাভিন বিদাইসিকে বোল্ড এবং চাইম হোল্ডারকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মুরাদ। হোল্ডারকে আউটের পরই ম্যাচটির ড্র মেনে নেয় দু’দল।

গত বছর এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে দু’টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মুরাদ। দুই ম্যাচে কোন উইকেট পাননি তিনি। প্রথম শ্রেণীর ক্রিকেটে ৩১ ম্যাচে ১৩৯ উইকেট আছে মুরাদের। দেশের জার্সিতে টেস্ট অভিষেকের অপেক্ষায় আছেন তিনি।

মুরাদের পাশাপাশি বাংলাদেশের হয়ে উইকেট শিকারের তালিকায় নাম তুলেছেন হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ। হাসান-তাসকিন ২টি করে, শরিফুল- মিরাজ ১টি করে উইকেট নেন। উইকেটের দেখা পাননি নাহিদ রানা ও তাইজুল ইসলাম।

অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে আগামী ২২ নভেম্বর থেকে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। জ্যামাইকার কিংস্টনে ৩০ নভেম্বর থেকে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু করবে দু’দল।

টেস্ট শেষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ৮ ডিসেম্বর থেকে ওয়ানডে এবং ১৬ ডিসেম্বর থেকে টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে দু’দল।


একুশে সংবাদ/ এস কে

Link copied!