AB Bank
ঢাকা বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চলতি সপ্তাহেই চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৪:২২ পিএম, ২০ নভেম্বর, ২০২৪
চলতি সপ্তাহেই চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা

চলতি সপ্তাহেই চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা করা হতে পারে। নতুন করে আলোচনা চললেও কেউই অবশ্য বিষয়টি নিশ্চিত করে জানায়নি। এদিকে ভারতের বিরুদ্ধে অভিযোগ, সুবিধার বিনিময়ে পাকিস্তানে খেলতে না যেতে বাকি দেশগুলোকে রাজি করানোর চেষ্টা করছে তারা।

ভারতের বিরুদ্ধে অর্থের ক্ষমতাবলে ক্রিকেটকে নিয়ন্ত্রণ করার অভিযোগ অনেকদিনের। চ্যাম্পিয়ন্স ট্রফিকে ঘিরে তা আরো স্পষ্ট। নীতি, নৈতিকতা আর আইনে না পেরে সেই সুবিধা দেওয়ার বিপরীতে দেশগুলোকে পক্ষে আনার প্রস্তাব দিচ্ছে ভারত, এমন গুরুতর অভিযোগ তুলেছে পাকিস্তান গণমাধ্যম।

এমন সব গুঞ্জন বড় হচ্ছে প্রতিদিন। টুর্নামেন্ট নিয়েও দেখা দিয়েছে এক প্রকার স্থবিরতা। না আইসিসি, না পাকিস্তান বা ভারত কোনোপক্ষই কোনো মন্তব্য করছে না। ১শ’ দিনের ল্যান্ডমার্ক পেরিয়েছে। ট্রফি ট্যুরও শুরু হয়েছে। কিন্তু টুর্নামেন্টের সূচিই খালি ঘোষণা হয়নি।

এদিকে গুঞ্জন, এ সপ্তাহেই চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা হতে পারে। অবশ্য সেটা শুধুই পাকিস্তানকেন্দ্রীক নাকি ভারতের চাওয়া মেনে হাইব্রিড মডেলে, সেটা অবশ্য নিশ্চিত নয়। এদিকে মূল দলকে শক্তি যোগাতেই ব্লাইন্ড ক্রিকেট দল নিয়ে পিছু হটেছে ভারত।

২২ নভেম্বর পাকিস্তানে শুরু হবে ৪র্থ ব্লাইন্ড ক্রিকেট বিশ্বকাপ। সেই আসরে শুরুতে ভারত দলকে অংশগ্রহণের অনুমতি দিয়েছিল ক্রীড়া মন্ত্রণালয়। তবে এখনো অনাপত্তিপত্র মেলেনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের।

সময় কম থাকায় নিজেরাই বিশ্বকাপে না যাওয়ার ঘোষণা দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত ব্লাইন্ড ক্রিকেট দল। তবে রাজনীতি এবং খেলাকে না মিলানোর অনুরোধ পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট মহসিন নাকভির।


একুশে সংবাদ/ এস কে

Link copied!