AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আয়ারল্যান্ড সিরিজ নিয়ে যা বললেন বাশার


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৫:৩৫ পিএম, ২০ নভেম্বর, ২০২৪
আয়ারল্যান্ড সিরিজ নিয়ে যা বললেন বাশার

আগামী বছর ভারতের মাটিতে সরাসরি বিশ্বকাপে অংশ নিতে কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ নারী দল। কেননা নিগার সুলতানা জ্যোতিদের পরবর্তী ছয় ওয়ানডের সবকটিতেই জিততে হবে। সেসব জয় পেলেই কেবল সরাসরি বিশ্বকাপে খেলতে পারবে বাংলাদেশ, অন্যথায় বাছাইপর্ব খেলতে হবে জ্যোতিদের।       

বুধবার (২০ নভেম্বর) মিরপুরে বাংলাদেশ-আয়ারল্যান্ড নারী ক্রিকেট সিরিজের স্পন্সর ঘোষণা অনুষ্ঠানে বিসিবির নারী বিভাগের প্রধান হাবিবুল বাশার সুমন এ প্রসঙ্গে কথা বলেছেন।

সাবেক এই বাংলাদেশ অধিনায়ক বলেন, আমাদের মূল লক্ষ্য এই সিরিজে ৩-০ ব্যবধানে জয়। ঘরের মাঠে খেলার সুবিধা আমাদের রয়েছে। বিশ্বকাপটা উপমহাদেশে হওয়ায় আমাদের দল বেশ আত্মবিশ্বাসী। আমরা এই সুযোগ কাজে লাগাতে চাই এবং বিশ্বকাপ খেলার স্বপ্ন পূরণ করতে চাই।

আগামী ২৭ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া এই সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ-আয়ারল্যান্ড। এরপর জ্যোতিদের তিনটি ওয়ানডে রয়েছে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে।

তবে এখন আইরিশ মেয়েদের হারানোর দিকে তাকিয়ে বাশার, আমাদের পরের সিরিজে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তিনটি ওয়ানডে ম্যাচ আছে। তবে এসব পরের বিষয়। আমাদের সামনে এখন আয়ারল্যান্ড সিরিজ। এই সিরিজের দিকে আমরা ফোকাস থাকছি।

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!