AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মঈন আলীর ডক্টরেট ডিগ্রি লাভ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১১:১০ এএম, ২১ নভেম্বর, ২০২৪
মঈন আলীর ডক্টরেট ডিগ্রি লাভ

ক্রিকেটে অসামান্য অবদান রাখায় ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার মঈন আলী সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেয়েছেন। দেশটির কভেন্ট্রি বিশ্ববিদ্যালয় তাকে এই ডিগ্রি দিয়েছে।সোমবার (১৮ নভেম্বর) কভেন্ট্রি ক্যাথেড্রালে এক আড়ম্বড়পূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

সম্মাননা প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় মঈন বলেন, কভেন্ট্রি বিশ্ববিদ্যালয় আমাকে এই চমকপ্রদ সম্মানে ভূষিত করায় আমি রোমাঞ্চিত। এর অংশ হতে পারা এবং শিক্ষার্থীদের সঙ্গে দিনটি ভাগ করে নেওয়া দারুণ ব্যাপার। আমি সব সময় আমার সাধ্যমতো সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।

তিনি আরও বলেন, এখন আমি আর ইংল্যান্ডের হয়ে খেলি না। তবে এখনও মানুষ আমার কাছে এসে বলে ‘তুমি খেলেছ বা তুমি যেভাবে খেলেছ, সেটা দেখেই আমি খেলি বা আমার সন্তানেরা খেলে।’ এই কথাগুলোই আমার কাছে খেলাধুলায় সত্যিকারের সাফল্য।

এদিকে মঈনকে ডক্টরেট ডিগ্রি প্রদানের ব্যাখ্যায় কভেন্ট্রি বিশ্ববিদ্যালয় জানিয়েছে, ক্রিকেট খেলায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আমরা মঈন আলীকে সম্মানসূচক ডক্টরেট অব আর্টসে ভূষিত করছি। তাকে এই সম্মাননা জানাতে পেরে আমরা গর্বিত।

প্রসঙ্গত, ইংল্যান্ডের হয়ে দুটি বিশ্বকাপ (২০১৯ ওয়ানডে, ২০২২ টি–টোয়েন্টি) জিতেছেন মঈন আলী। ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন ১৩ ম্যাচে। তিন সংস্করণ মিলিয়ে খেলেছেন ২৯৮ ম্যাচ। করেছেন ৬৬৭৮ রান, নিয়েছেন ৩৬৬ উইকেট।

গত সেপ্টেম্বরে মঈন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। তবে দেশের জার্সিতে না খেললেও ঘরোয়া ও বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন তিনি।


একুশে সংবাদ/ এস কে

Link copied!