AB Bank
ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রোনালদোর ‘ইন্টারনেটে ঝড় তোলা’ অতিথির নাম প্রকাশ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০২:২০ পিএম, ২১ নভেম্বর, ২০২৪
রোনালদোর ‘ইন্টারনেটে ঝড় তোলা’ অতিথির নাম প্রকাশ

ক্রিস্টিয়ানো রোনালদো ইউটিউবে নিজের চ্যানেল খোলার পর থেকেই যেন চমক উপহার দিয়ে যাচ্ছেন। সম্প্রতি সিআর সেভেন বলেছিলেন, ‘এমন একজন আমার ইউটিউব চ্যানেলে অতিথি হবেন, তাতে ইন্টারনেটে ঝড় উঠবে।’ এবার জানা গেছে কে হচ্ছেন রনের সেই অতিথি।

রোনালদোর ঘোষণার পর থেকেই বিশ্বজুড়ে আলোচনা শুরু হয়। ফুটবলপ্রেমিরা ধরেই নিয়েছেন রোনালদোর ঝড় তোলা ওই অনুষ্ঠানের অতিথি হবেন চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি। সর্বকালের অন্যতম সেরা দুই তারকাকে একসঙ্গে দেখার অপেক্ষা করছিলেন সকলে।  

কিন্তু নিজের সমর্থকদের পাশাপাশি মেসি সমর্থকদেরও কিছুটা হতাশই করেছেন রোনালদো। তার নতুন অতিথি যে লিওনেল মেসি নন। তবে যিনি আসছেন, তিনিও ইউটিউব-ফেসবুকে ব্যাপক জনপ্রিয়। আক্ষরিক অর্থেই ইন্টারনেট দুনিয়াতে ঝড় তোলার সক্ষমতা আছে তার।

রোনালদোর ‌‌‘ইওর ক্রিস্টিয়ানো’ চ্যানেলে অতিথি হচ্ছেন জেমস স্টেফেন ডোনাল্ডসন। ‘মিস্টার বিস্ট’ নামেই যিনি সবচেয়ে বেশি পরিচিত। ‘মিস্টারবিস্ট’ নামক জনপ্রিয় ইউটিউব চ্যানেলের কর্ণধার তিনি। যার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ৩৩১ মিলিয়নের বেশি।

ইউটিউবের ইতিহাসে এই চ্যানেলটির সাবস্ক্রাইবার সংখ্যা এখন পর্যন্ত সর্বোচ্চ, ভিডিও আছে আটশোর অধিক। প্রায় ২৭৯ মিলিয়ন সাবস্ক্রাইবার নিয়ে দ্বিতীয়স্থানে টি-সিরিজ। দুশো মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার আর কারও নেই।

ইউর ক্রিস্টিয়ানো চ্যানেলেই মিস্টারবিস্টের অতিথি হওয়ার ঘোষণাটি খোদ রোনালদোই। ‘ইন্টারনেটে ঝড় তুলতে আমি সাক্ষাৎ করছি মিস্টারবিস্টের সঙ্গে’ শিরোনামে একটি অনুষ্ঠান প্রিমিয়ার করে রেখেছেন এই পর্তুগিজ তারকা।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ওই অনুষ্ঠান। এরই মধ্যে সমর্থকরা প্রিমিয়ারের কমেন্টে ঝড় তুলছে।

উল্লেখ্য, রোনালদোর ইউটিউব চ্যানেল ইওর ক্রিস্টিয়ানো মাত্র এক সপ্তাহের মধ্যেই সাবস্ক্রাইবার সংখ্যা ৫০ মিলিয়ন ছাড়িয়ে গিয়েছিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত চ্যানেলটির সাবস্ক্রাইবারের সংখ্যা ৬৭.৩ মিলিয়নের বেশি।

ব্যক্তিগত জীবনের বিভিন্ন মুহূর্ত ছাড়াও ফুটবল নিয়ে সেখানে নিজস্ব ভাবনাচিন্তা শেয়ার করেন রোনালদো। ভক্তদের উন্মাদনারও শেষ নেই ‘ইওর ক্রিস্টিয়ানো’কে নিয়ে। এবার সেই চ্যানেলেই অতিথি হচ্ছেন ইউটিউবের সর্বোচ্চ সাবস্ক্রাইবারের অধিকারী মিস্টার বিস্ট।


একুশে সংবাদ/ এস কে

Link copied!