AB Bank
ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ওয়েস্ট ইন্ডিজে গিয়ে নতুন দায়িত্ব পেলেন সালাউদ্দিন


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৩:২৪ পিএম, ২১ নভেম্বর, ২০২৪
ওয়েস্ট ইন্ডিজে গিয়ে নতুন দায়িত্ব পেলেন সালাউদ্দিন

বছরের শেষ সিরিজ খেলতে বর্তমানে ওয়েস্ট ইন্ডিজে অবস্থান করছে বাংলাদেশ দল। ২০২৪ সালের শেষ সফরে ক্যারিবীয়দের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট, তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। আসন্ন এই সিরিজে দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের বিমান ধরেননি ভিডিও অ্যানালিস্ট মহসিন শেখ ও ব্যাটিং কোচ ডেভিড হেম্প।

মহসিন শেখের সঙ্গে দুই বছরের চুক্তি ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। তবে চুক্তি পূর্ণ করার আগে শেষ হতে পারে তার অধ্যায়। তাইতো এই সফরে ভারতীয় এক অ্যানালিস্টকে নিয়েছে বিসিবি। দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ যাওয়া হয়নি ব্যাটিং কোচ ডেভিড হেম্পও। হেম্পের জাতীয় দলের অধ্যায় যদি শেষ হয় তাহলে খুব সম্ভাবত তার পুরোনো ঠিকানা এইচপিতে ফিরে যাবেন তিনি। তবে ক্যারিবিয়ান সিরিজে হেম্প না থাকায় নতুন করে ব্যাটিং কোচের দায়িত্ব সামলাবেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

বিসিবির এক কর্মকর্তা বলেন, ‘দেখেন এই সিরিজটিতে তারা যায়নি। পরবর্তী প্রসেস কি হবে সেটা এখনো বলা যাচ্ছে না। আপাতত এই সিরিজে তারা নেই। হেম্প যেহেতু নেই কোচ সালাউদ্দিন স্যার বিষয়টি দেখবেন ব্যাটিংয়ের।

সালাউদ্দিন এর আগে বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচ ও ফিল্ডিং কোচ হিসেবে কাজ করেছেন ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত। এসিসি ও ক্রিকেট অস্ট্রেলিয়ার লেভেল থ্রি কোচিং কোর্স সম্পন্ন করা সালাউদ্দিন দেশের ক্রিকেট ইতিহাসেরও অন্যতম সফল কোচ। বিপিএলে একাধিক আসর জেতা এই কোচ ঢাকা প্রিমিয়ার লিগেও জিতেছেন শিরোপা। 
 

একুশে সংবাদ/ এস কে

Link copied!