AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জাতীয় দলে ফেরার বিষয়ে যা বললেন সাকিব


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৫:২৫ পিএম, ২১ নভেম্বর, ২০২৪
জাতীয় দলে ফেরার বিষয়ে যা বললেন সাকিব

জাতীয় দলে ফেরার বিষয়ে সাকিবের সাম্প্রতিক মন্তব্যগুলো বেশ রহস্যময়। আবুধাবি টি-টেন লিগে বাংলা টাইগার্সের হয়ে মাঠে নামার আগে তার কাছে জাতীয় দলে ফেরা নিয়ে জানতে চাওয়া হয়। সাকিবের উত্তর থেকে বোঝা যায়, তিনি আন্তর্জাতিক ক্রিকেটে আরো কিছু সময় লাল-সবুজের জার্সি গায়ে খেলতে ইচ্ছুক।

বুধবার (২০ নভেম্বর) দুবাইয়ে আবুধাবি টি-টেন লিগ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন ১০ দলের অধিনায়ক। সেখানেই সাকিবকে জাতীয় দলে ফেরা নিয়ে প্রশ্ন করা হয়।  

সেই প্রশ্নের জবাব এক লাইনে দিয়েছেন সাকিব আল হাসান। তিনি অনেকটা হেসেই বলেন, এই টুর্নামেন্টের পরে দেখা যাবে। এরপর জানতে চাওয়া হয়, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে আপনাকে দলে দেখা যাবে কি না? সেখানেও সাকিবের ছোট উত্তর, এখন এই টুর্নামেন্ট নিয়ে পুরো ফোকাসড করছি।

আবুধাবি টি-টেন লিগ শেষ হবে আগামী ২ ডিসেম্বর। ৮ ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজে শুরু হবে বাংলাদেশের ওয়ানডে সিরিজ। সাকিবের কথা যদি সত্য হয়েই থাকে, তবে সম্ভবত তাকে দেখা যাবে সেই সিরিজে। নির্বাচকরা এখনও সাকিব সম্পর্কে কোনো নিশ্চয়তা পাননি। বোর্ড সভাপতির সিদ্ধান্তের অপেক্ষায় তারা। আগামী সপ্তাহে ওয়ানডে দল ঘোষণা করা হতে পারে।

আগামী ফেব্রুয়ারি-মার্চ মাসে হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। সবকিছু ঠিক থাকলে সেই টুর্নামেন্ট থেকেই অবসরে যাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় পোস্টারবয়।

একুশে সংবাদ/ এস কে

Link copied!