ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাফজয়ী সাতক্ষীরার নারী ফুটবলার জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন, ডিফেন্ডার মাছুরা পারভিন ও আফাঈদা খন্দকার প্রান্তিকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার মনিরুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসু দেব বসু, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাসেম, সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবুসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
সাফজয়ী তিন কৃতি খেলোয়াড়ের প্রত্যেককে ১ লাখ টাকার চেক এবং ক্রেস্ট প্রদানের পাশাপাশি ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
দলীয় অধিনায়ক সাবিনা বলেন, ‘শুধু ফুটবলে নয়, বিভিন্ন খেলায় সাতক্ষীরার ছেলে-মেয়েরা নেতৃত্ব দিচ্ছে। আমার ১৫ বছরের অভিজ্ঞতায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে বড় ধরনের কোনো টুর্নামেন্টের আয়োজন করা হয়নি, এটা জন্য অত্যন্ত দুঃখজনক। পরবর্তী প্রজন্ম থেকে সাবিনা, মাসুরা-আফঈদাদের উঠিয়ে আনার কোনো ব্যবস্থা নেই।
আমরা চাই আমাদের মতো সাতক্ষীরা থেকে আরো ভালো ভালো খেলোয়াড় উঠে আসুক। এজন্য জেলা প্রশাসনের কাছে আহ্বান জানাবো, ফুটবলের পাশাপাশি যেন অন্যান্য খেলাকে প্রাধান্য দিয়ে সঠিক পরিচর্যা করা হয়।’
সভাপতির বক্তব্যে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, ‘এই তিন মেয়ে শুধু সাতক্ষীরার নয়, পুরো বাংলাদেশের গর্ব। তাদের সাফল্য নতুন প্রজন্মকে আরও অনুপ্রাণিত করবে। ’
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :