AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হার দিয়ে আবুধাবি টি-টেন লিগ শুরু করলো বাংলা টাইগার্স


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১১:০৪ এএম, ২২ নভেম্বর, ২০২৪
হার দিয়ে আবুধাবি টি-টেন লিগ শুরু করলো বাংলা টাইগার্স

হার দিয়ে আবুধাবি টি-টেন লিগে যাত্রা শুরু করেছে বাংলা টাইগার্স। বৃহস্পতিবার (২১ নভেম্বর) উদ্বোধনী ম্যাচে স্যাম্প আর্মির কাছে ৬ উইকেটে পরাজিত হয়েছে সাকিবের দল।এদিন আগে ব্যাট করতে নেমে এক উইকেট হারিয়ে ১০৬ রান সংগ্রহ করে বাংলা টাইগার্স। জবাবে ৯.৩ ওভারে ৬ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় আর্মিরা। 

১০৭ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি স্যাম্প আর্মির। স্কোরবোর্ডে ৩৪ রান তুলতেই দুই টপ অর্ডারকে হারিয়ে ফেলে তারা। এরপর তৃতীয় উইকেটে আন্দ্রে গুয়েস ও জ্যাক টেইলর ব্যাট হাতে ঝড় তোলেন।

গুয়েস ১৩ বলে ২৪ রানে আউট হলেও টেইলর ১৩ বলে অপরাজিত ২৭ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। আফগানিস্তানের করিম জানাত ৯ বলে ১৫ রান করে অপরাজিত থাকেন। বাংলা টাইগার্সের হয়ে সাকিব দুটি ও জস লিটল একটি উইকেট শিকার করেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি টাইগার্সের। স্কোরবোর্ডে ২১ রান সংগ্রহ করতেই ওপেনার লোকমান ফয়সালকে হারায় টাইগার্স। তিনি ৭ বলে ৫ রান করে আসজঘরে ফেরেন। অবশ্য এর পর আর উইকেট হারায়নি তারা।

তিনে নেমে ধীরগতির শুরু করেন লঙ্কান রিক্রুট দাসুন শানাকা। এই লঙ্কান ব্যাটারের মন্থর ব্যাটিংয়ে বেশ বিপাকেই পড়ে দল। তবে শেষ দিকে কিছুটা পোষানোর চেষ্টা চালান তিনি। ইনিংসের শেষ ওভারে ৪ ছক্কা ও এক চার মেরে দলের রান একশ পার করেন এ ব্যাটার।

শেষ পর্যন্ত ২৭ বলে ৬২ রানে অপরাজিত ছিলেন শানাকা। তাছাড়া ২৬ বলে অপরাজিত ৩৫ রান করেন হজরতউল্লাহ জাজাই। সাকিব ব্যাটিংয়ে নামার সুযোগ পাননি।

একুশে সংবাদ/ এস কে

Link copied!