আগামী বছরের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসাবে দেখা যাবে হার্দিক পান্ডিয়াকে। এরই মধ্যে দলটি এই কথা জানিয়ে দিয়েছে। কিন্তু প্রথম ম্যাচেই হার্দিক খেলতে পারবেন না। কারণ তিনি আইপিএলে এক ম্যাচ নিষিদ্ধ।গত মৌসুমে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক ছিলেন হার্দিক। সে সময় মন্থর ওভার রেটের কারণে জরিমানা দিতে হয়েছিল তাকে। ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী, প্রথমবার মন্থর ওভার রেট হলে অধিনায়কের ১২ লক্ষ রুপি জরিমানা হয়।
পরেরবার একই ভুল করলে ২৪ লক্ষ রুপি জরিমানা হয়। সেই সঙ্গে জরিমানা হয় দলের বাকি খেলোয়াড়দেরও। তৃতীয়বার সঠিক সময়ে পুরো ২০ ওভার শেষ করতে না পারলে ৩০ লক্ষ রুপি জরিমানা হয় অধিনায়কের। সেই সঙ্গে একটি ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয় তাকে।
গত মৌসুমে তিনটি ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স সময়ের মধ্যে ২০ ওভার শেষ করতে পারেনি। শেষ বার লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মন্থর ওভার রেট হয়েছিল তাদের। সেটাই ছিল লিগ পর্বে মুম্বাইয়ের শেষ ম্যাচ। নক আউটে উঠতে পারেনি তারা।
এ কারণে এবারের আইপিএলের শুরুতে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হবে হার্দিককে। তাই প্রথম ম্যাচে খেলতে পারবেন না তিনি। এদিকে নিলামের আগে পাঁচজন ক্রিকেটারকে ধরে রেখেছে মুম্বাই।
হার্দিক ছাড়াও সেই তালিকায় রয়েছেন জাসপ্রিত বুমরাহ, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব এবং তিলক ভার্মা। এর মধ্যে সবচেয়ে বেশি অর্থ পাবেন বুমরাহ। তাকে ১৮ কোটি রুপি দিয়ে রাখা হয়েছে।
অধিনায়ক হার্দিক পাবেন ১৬.৩৫ কোটি, সূর্যকুমার পাবেন ১৬.৩৫ কোটি, রোহিত পাবেন ১৬.৩০ কোটি এবং তিলক পাবেন ৮ কোটি রুপি। ২৪ এবং ২৫ নভেম্বর আইপিএলের নিলাম। সেখানেই সব দল নিজেদের পছন্দের ক্রিকেটার কিনে নেবে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :