তিন ফরম্যাটের সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছে বাংলাদেশ দল। যার শুরুটা হতে যাচ্ছে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে। আন্টিগুয়ায় আজ প্রথম টেস্টে মাঠে নামছে দুই দল।
শুক্রবার (২২ নভেম্বর) টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ।
তিন ফরম্যাট মিলিয়ে টানা চার সিরিজ হার কিংবা শুধু টেস্টেই টানা চার হারে বিপর্যস্ত বাংলাদেশ। ক্যারিবীয়দের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে এবার ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। যদিও জয়ে ফেরার চ্যালেঞ্জে আছে অস্বস্তিও। দুই ইনজুরির কারণে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম।
বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, শাহাদাত হোসেন দিপু, লিটন দাস (উইকেটরক্ষক), জাকের আলী, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), মিকাইল লুই, অ্যালিক অ্যাথানাজে, কেসি কার্টি, জোশুয়া দা সিলভা (উইকেটরক্ষক), জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আলজারি জোসেফ, শামার জোসেফ, কিমার রোচ ও জেডেন সিলস।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :