লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানার্সআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব শুক্রবার (২২ নভেম্বর) কিংস অ্যারেনায় বিকেলে মুখোমুখি হয়। গত জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে হতাহত ব্যক্তিদের স্মরণে টুর্নামেন্টের নামের আগে ‘বাংলাদেশ ২.০’ যুক্ত করা হয়েছে।
খেলার সপ্তম মিনিটেই ইমানুয়েল সানডের বাঁ-পায়ের সেটআপে মোহামেডানকে এগিয়ে দেন অধিনায়ক সোলেমান দিয়াবাতে। প্রথমার্ধে লিড নিয়ে আলফাজ আহমেদের শিষ্যরা মাঠ ছাড়ে।বিরতির পর ৫৮ মিনিটে সুযোগ পেয়েও গোল পাননি ফয়সাল আহমেদ ফাহিম। পোস্টের অনেক বাইরে দিয়ে কিক নেয়ায় স্কোরলাইনে পরিবর্তন আসেনি।
মিনিট চারেক পর সেই ফ্লেয়ার কাণ্ড। ফুটবলারদের চোখের সমস্যা যাতে না হয়, সেজন্য রেফারি খেলা বন্ধ রাখেন। এ সময় খেলা দেখতে গ্যালারিতে উপস্থিত হন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
খেলা আবার শুরু হলেও মোমেন্টাম হারিয়ে ফেলে মোহামেডান। ৭৩ মিনিটে মিগুয়েল দামাসেনোর কর্নার কিকে ডি বক্সে আনমার্ক তপু বর্মণ ডান পায়ের টোকায় গোল করেন, সমতায় ফেরে বসুন্ধরা কিংস। আট মিনিট পর মিগুয়েল দামাসেলোর ক্রসে ফাহিম কিংসকে লিড পাইয়ে দেন।
নির্ধারিত সময় শেষে আরো ১৮ মিনিট যোগ করা হলেও মোহামেডান আর ম্যাচে ফিরতে পারেনি। উল্টো যোগ করা সময়ের ৭ মিনিটে ডি বক্সে প্রতিপক্ষের একজনকে কাটিয়ে বাঁ-পায়ের শটে বল জালে জড়িয়ে দেন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :