AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অ্যান্টিগায় প্রথম দিনে ক্যারিবিয়ানদের ৫ উইকেটের পতন


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
১১:০২ এএম, ২৩ নভেম্বর, ২০২৪
অ্যান্টিগায় প্রথম দিনে ক্যারিবিয়ানদের ৫ উইকেটের পতন

অ্যান্টিগা টেস্টের প্রথমদিন ভাগাভাগি করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ। ইনিংসের ৮৪তম ওভারের পর দিনের আলো ও হালকা বৃষ্টির কারণে খেলা সমাপ্ত ঘোষণা করা হয়। প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৫ উইকেটে ২৫০ রান।শুক্রবার (২২ নভেম্বর) স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মেহেদি মিরাজ। প্রথম সেশনে ২৩ ওভার খেলা হয়। এই সময়ে বাংলাদেশ ২ উইকেট তুলে নিতে সক্ষম হয়। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ স্কোরবোর্ডে জমা করে ৫০ রান। 

স্বাগতিকদের শুরুর দিকে চাপে রাখতে তাসকিন আহমেদ এবং হাসান মাহমুদ দুর্দান্ত বোলিং করেন। যদিও প্রথম ১০ ওভারে কোনো উইকেটের দেখা মেলেনি, তবে চাপ ধরে রাখেন পেসাররা।

ম্যাচের ১৪তম ওভারে প্রথম সাফল্য আসে। তাসকিন আহমেদের কিছুটা লাফিয়ে ওঠা ডেলিভারি মোকাবিলায় ব্যর্থ হন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্রাফেট। বলটি অফ-স্টাম্পের বাইরে পড়ে ভেতরের দিকে ঢুকে তার পায়ে আঘাত করে। এলবিডব্লিউ’র সিদ্ধান্ত চ্যালেঞ্জ করেও রিভিউয়ে সফল হতে পারেননি ব্রাফেট। তিনি ৩৮ বলে মাত্র ৪ রান করে বিদায় নেন।

তৃতীয় উইকেট হিসেবে কেভেম হজ রান আউটে কাটা পড়লে ৮৪ রানে ৩ উইকেট হারায় ক্যারিবিয়রা। দলের হাল ধরেন মিকাইল লুইস ও অ্যালিক অ্যাথানাজে। চতুর্থ উইকেটে এ দুজন গড়েন ১৪০ রানের জুটি। তবে দুজনই নার্ভাস নাইটির শিকার হন। লুইস ৯৭ আর অ্যালিক আথানাজে থামেন ৯০ রান করে।

লুইসকে মিরাজ আর অ্যালিক আথানাজেকে থামিয়েছেন আরেক স্পিনার তাইজুল ইসলাম। বৃষ্টি ও আলো স্বল্পতায় ৮৪ ওভার খেলা হয়েছে এদিন। প্রথম দুই সেশনে ৫৪ ওভারে ৩ উইকেটে মাত্র ১১৬ রান তোলে ক্যারিবিয়রা। শেষ সেশনে ব্যাট হাতে চড়াও হয় স্বাগতিকরা। ওভারপ্রতি প্রায় সাড়ে চার গড়ে তোলে ১৩৪ রান।


একুশে সংবাদ/ এস কে

Link copied!