আগুন ঝরানো বোলিংয়ে পার্থ টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে ৫ উইকেট পেয়ে দুর্দান্ত এক ব্যক্তিগত কীর্তি গড়লেন জাসপ্রিত বুমরাহ। তিনি ভারতের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক কপিল দেবের একটি রেকর্ডে ভাগ বসিয়েছেন।
বুমরাহ ৪১ টেস্টে ৭৮টি ইনিংসে মোট ১১ বার ইনিংসে ৫ উইকেট নেয়ার কৃতিত্ব অর্জন করেন। যার মধ্যে সেনা (SENA) দেশে অর্থাৎ, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে ৭ বার টেস্ট ইনিংসে ৫ উইকেট দখল করেন। ভারতীয় বলার হিসেবে সাতবার ফাইফার নিয়ে এতদিন শীর্ষে ছিলেন কপিল। পার্থে তার সমান ফাইফারের মাইলফলকে পৌঁছালেন বুমরাহ।
সেনা দেশগুলোর পাশাপাশি এশিয়ার বাইরের পরিসংখ্যানেও কপিল দেবের সমান ৯টি ফাইফারের মালিক বনে গেছেন বুমরাহ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি ফাইফার রয়েছে ভারতীয় এই পেসারের। যদিও তিনি এখন পর্যন্ত নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট ইনিংসে ৫ উইকেট নিতে পারেননি।
২০১৮ সালের ৫ জানুয়ারি কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট অভিষেক হয় বুমরাহর। সাদা পোশাকের পাশাপাশি সীমিত ওভারের ক্রিকেটেও ভারতীয় দলের অপরিহার্য এক সদস্য তিনি।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :