ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে আইপিএলের মেগা নিলামে উঠেছিল শ্রেয়াস আয়ারের নাম। পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যে চলতে থাকে হাকডাক। রুদ্ধশ্বাস নাটকীয়তার পর শেষ পর্যন্ত তাকে রেকর্ড ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে কিনতে সক্ষম হয়েছে পাঞ্জাব কিংস।
এর আগে গত বছর অজি পেসার মিচেল স্টার্ককে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। সেই রেকর্ড ভেঙে দিলেন আয়ার। গত আসরে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হয়ে আয়ার শিরোপা জিতেছিলেন। এবার তাকে ফ্র্যাঞ্চাইজিটি ধরে রাখেনি। যার ফলে নিলামে এবার তার নাম উঠে।
এদিকে, ভিত্তিমূল্য ২ কোটি রুপি হলেও পেসার আর্শদীপ সিংয়ের দাম ১৮ কোটি তুলেছিল সানরাইজার্স হায়দরাবাদ। তবে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে তাকে কিনেছে পাঞ্জাব। কাগিসো রাবাদাকে ১০ কোটি ৭৫ লাখ রূপি ও ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটার জস বাটলারকে ১৫ কোটি ৭৫ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে গুজরাট টাইটান্স।
অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ককে কলকাতা ছেড়ে দেওয়ায় এবার তার নাম নিলামে ছিল। তাকে ১১ কোটি ৭৫ লাখ রুপিতে দলে টেনেছে দিল্লি ক্যাপিটালস।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :