AB Bank
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আইপিএল নিলামে কে কোন দল পেলেন


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১১:৫৪ এএম, ২৫ নভেম্বর, ২০২৪
আইপিএল নিলামে কে কোন দল পেলেন

সৌদির জেদ্দায় প্রথমবারের মতো বসেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলাম। টুর্নামেন্টটির আঠারোতম আসরের এ মেগা নিলাম চলবে দুই দিন। যেখানে উঠবেন ৫৭৭ জন ক্রিকেটার। রোববার নিলামের প্রথম দিনে মাত্র ৮৪ জনকে ক্রিকেটারকে তোলা হয়েছে। ৫৭৭ জনের মধ্যে মোট ২০৪ ক্রিকেটারকে কিনতে পারবে টুর্নামেন্টের ১০টি ফ্র্যাঞ্চাইজি। তাদের মধ্যে সর্বোচ্চ ৭০ জন বিদেশি ক্রিকেটার হতে পারেন। 

এবারের আইপিএলে এখন পর্যন্ত সবচেয়ে দামি ক্রিকেটার রিশাভ পান্ট। তাকে রেকর্ড ২৭ কোটি রূপিতে তাকে দলে নিয়েছে লখনৌ সুপার জায়ান্টস। ধারণা করা হচ্ছে, এটাই হবে এবারের আইপিএল নিলামের সর্বোচ্চ দাম।  তবে পান্টের আগে এবারের নিলামে সর্বোচ্চ দামি ক্রিকেটার ছিলেন শ্রেয়স আইয়ার। তাকে ২৬ কোটি ৭৫ লাখ রূপি রেকর্ড মূল্যে কিনেছে পাঞ্জাব কিংস। কিন্তু রেকর্ডটি ২০ মিনিটও টিকল না। গত আসরে সবচেয়ে দামি ক্রিকেটার ছিলেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। সেবার তার দাম উঠেছিল ২৪ কোটি ৭৫ লাখ রূপি।

নিলামে প্রথমেই তোলা হয় আর্শদীপ সিংকে। ১৮ কোটি রুপিতে এ পেসারকে কিনে নিয়েছে তার পুরোনো দল পাঞ্জাব। দিনের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে নিলামে তোলা হয় কাগিসো রাবাদাকে। এ প্রোটিয়াকে ১০ কোটি ৭৫ লাখ রুপিতে কিনেছে গুজরাট টাইটানস।

দিনের তৃতীয় ক্রিকেটার হিসেবে নিলামে তোলা হয় শ্রেয়াস আইয়ারকে। এই টপ অর্ডার ব্যাটারকে নিয়ে রীতিমতো কাড়াকাড়ি হয়েছে দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের মধ্যে। শেষ পর্যন্ত পাঞ্জাব তাকে দলে ভেড়ায়। এরপর ১৫ কোটি ৫০ লাখ রুপিতে গুজরাট টাইটানসে গেছেন জস বাটলার। ১১ কোটি ৭৫ লাখ রুপিতে দিল্লিতে মিচেল স্টার্ক।

এছাড়া মোহাম্মদ শামিকে ১০ কোটি রুপিতে দলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। ৭ কোটি ৫০ লাখ রুপিতে ডেভিড মিলারকে দলে নিয়েছে লখনৌ। ৭ কোটি ৫০ লাখ রুপিতে ডেভিড মিলারকে দলে নিয়েছে লখনৌ। ১৮ কোটি রুপিতে যুজবেন্দ্র চাহালকে কিনেছে পাঞ্জাব কিংস। আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি স্পিনার এখন এ লেগি।


খেলোয়াড়    দল    মূল্য (কোটি রুপি)
রিশাভ পান্ট        লখনৌ    ২৭.০০
শ্রেয়স আইয়ার    পাঞ্জাব    ২৬.৭৫
অর্শদীপ সিং    পাঞ্জাব    ১৮.০০
যুজবেন্দ্র চাহাল    পাঞ্জাব    ১৮.০০
জস বাটলার        গুজরাট    ১৫.৭৫
লোকেশ রাহুল    দিল্লি    ১৪.০০
মোহাম্মদ সিরাজ    গুজরাট    ১২.২৫
মিচেল স্টার্ক         দিল্লি    ১১.৭৫
কাগিসো রাবাদা    গুজরাট    ১০.৭৫
মোহাম্মদ শামি    হায়দরাবাদ    ১০.০০
লিয়াম লিভিংস্টোন    ব্যাঙ্গালুরু    ৮.৭৫
ডেভিড মিলার    লখনৌ    ৭.৫০
গ্লেন ম্যাক্সওয়েল    পাঞ্জাব    ৪.২০
মিচেল মার্শ        লখনৌ    ৩.৪০
ভেঙ্কটেশ আইয়ার    কলকাতা    ২৩.৭৫
নুর আহমেদ        চেন্নাই    ১০.০০
অ্যাডাম জাম্পা    হায়দরাবাদ    ২.৪০
ওয়ানিন্দু হাসারাঙ্গা    রাজস্থান    ৫.২৫
মহেশ থিকসানা    রাজস্থান    ৪.৪০

একুশে সংবাদ/ এস কে

Link copied!