তৃতীয় দিন শেষেই জয়ের আলো দেখেছিল ভারত। বোলারদের কাজটুকু ঠিকঠাক সেরে ফেলাই কেবল বাকি ছিল। পার্থ টেস্টের চতুর্থ দিনে তাতে টিম ইন্ডিয়া পুরোপুরি সফল। অস্ট্রেলিয়াকে ২৯৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে বোর্ডার-গাভাস্কার ট্রফির পাঁচ ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেল সফরকারীরা।
ভারতের প্রথম ইনিংসে ১৫০ রানের জবাবে অজিরা মাত্র ১০৪ রানে গুটিয়ে যায়। ৪৬ রানে এগিয়ে থেকে ভারত ৬ উইকেটে ৪৮৭ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। ৫৩৪ রানের পাহাড়সম জয়ের লক্ষ্যে নেমে ২৩৮ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া।
এই জয়ের ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রে পয়েন্ট টেবিলে আবারো শীর্ষস্থান ফিরে পেয়েছে ভারত। দলটির শতকরা পয়েন্ট এখন ৬১.১১ শতাংশ। ১৫ খেলায় ৯ জয় ও এক ড্রয়ে তাদের পয়েন্ট ১১০। দুইয়ে নেমে যাওয়া অস্ট্রেলিয়া ১৩ ম্যাচে ৮ জয় ও এক ড্রয়ে ৯০ পয়েন্টে রয়েছে। অজিদের শতকরা পয়েন্ট ৫৭.৬৯ শতাংশ।
সোমবার ৩ উইকেটে ১২ রান নিয়ে অস্ট্রেলিয়া দিনের খেলা শুরু করে। চতুর্থ দিনের দ্বিতীয় ওভারেই মোহাম্মদ সিরাজের বলে পুল শট খেলতে গিয়ে বল উপরে তুলে দিয়েছিলেন উসমান খাজা। সহজ ক্যাচ নেন রিষভ পান্ত। দলীয় ১৭ রানের মাথায় ঘটে চতুর্থ উইকেটের পতন।
ট্রাভিস হেড ও স্টিভেন স্মিথ পঞ্চম উইকেটে ৬২ রান যোগ করেন। লাঞ্চের আগে মোহাম্মদ সিরাজের বলে স্মিথ উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরার আগে ৬০ বলে ১৭ রান করেন।আক্রমণাত্মক মেজাজে খেলছিলেন ফিফটি হাঁকানো ট্রাভিস হেড। সেঞ্চুরির কাছাকাশি গিয়েও সেটি পূরণে ব্যর্থ হন। জাসপ্রিত বুমরাহর বলে পান্তের গ্লাভসবন্দি হওয়ার আগে ১০১ বলে ৮ চারে ৮৯ রানের ইনিংস খেলেন। হেড বিদায়ের আগে মিচেল মার্শের সঙ্গে ৮২ রানের জুটি গড়েন। ৬৭ বলে ৪৭ রান করা মিচেল মার্শকে বোল্ড করেন নীতিশ কুমার রেড্ডি।
মিচেল স্টার্ককে (১২) শর্ট লেগে নীতিশের ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান ওয়াশিংটন সুন্দর। চা বিরতির পর তিনি নাথান লায়নের উইকেট তুলে নেন। হার্ষিত রানার বলে ৩৬ রান করা উইকেটরক্ষক ব্যাটার অ্যালেক্স ক্যারির বোল্ডে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস থেমে যায়। পার্থে দুর্দান্ত জয় তুলে নেয় ভারত।
টিম ইন্ডিয়ার পক্ষে দ্বিতীয় ইনিংসে তিনটি করে উইকেট পান বুমরাহ ও সিরাজ। সুন্দরের ঝুলিতে জমা পড়ে ২ উইকেট। একটি করে উইকেট নেন হার্ষিত রানা ও নীতিশ কুমার রেড্ডি।প্রথম ইনিংসে ৫ উইকেটসহ ম্যাচে মোট ৮ উইকেট নিয়ে ম্যাচসেরা ভারপ্রাপ্ত অধিনায়ক বুমরাহ। সন্তান জন্মের কারণে ছুটিতে থাকা রোহিত শর্মার অনুপস্থিতি নেতৃত্বগুণ ও পারফরম্যান্সে তিনি বুঝতেই দিলেন না।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :