AB Bank
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নিলামের প্রথম দিনে কোটিপতি হলেন যে ক্রিকেটাররা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৪:৩৫ পিএম, ২৫ নভেম্বর, ২০২৪
নিলামের প্রথম দিনে কোটিপতি হলেন যে ক্রিকেটাররা

রবিবার সৌদি আরবের জেড্ডায় আইপিএল মেগা অকশনের প্রথম দিনে ঝড় তোলেন ঋষভ পন্ত-শ্রেয়স আইয়াররা। এদের দলে নিতে ঝাঁপাবে সব ফ্র্যাঞ্চাইজি এটা আগের থেকেই অনুমান করা হয়েছিল। কিন্তু এদের পাশাপাশি বেশ কিছু আনক্যাপড ক্রিকেটারও নজর কাড়েন। তাঁদের দলে পেতেও কোটি টাকা খরচ করে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি। ৩০ লক্ষ টাকা বেস প্রাইস থেকে শুরু হলেও বেশ বড় দাম হাঁকান বেশ কিছু  আনক্যাপড ক্রিকেটার। জেনে নিন কারা হলেন কোটিপতি -

রাসিক দার (৬ কোটি-আরসিবি): 
জম্মু কাশ্মীরের বোলার রাসিক সালাম দার। এই ক্রিকেটারকে নিজেদের দলে পেতে ৬ কোটি টাকা খরচ করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এর আগে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতেন। সম্প্রতি এমার্জিং এশিয়া কাপেও দুরন্ত পারফরমেন্স ছিল এই ক্রিকেটারের।  

নমন ধীর (৫.২৫ কোটি-মুম্বাই ইন্ডিয়ান্স): 
আনক্যাপড ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি টাকা পেলেন নমন ধীর। তাঁকে নিজেদের দলে পাওয়ার জন্য লড়াই চলতে থাকে মুম্বাই, আরসিবি, ডিসি, আরআর এবং পাঞ্জাব-এর মধ্যে।  শেষ পর্যন্ত রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে তাঁকে দলে ফিরিয়ে নেয় মুম্বই ইন্ডিয়ান্স।

আব্দুল সামাদ (৪.২০ কোটি-এলএসজি):
আব্দুল সামাদ-কে দলে নেওয়ার জন্য অকশনে লড়াই চলে আরসিবি, এলএসজি এবং পাঞ্জাব কিংসের মধ্যে। শেষ পর্যন্ত ৪.২০ কোটি টাকায় তাঁকে তুলে নেয় লখনউ সুপার জায়ান্ট। সান রাইজার্স হায়দরাবাদের কাছে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহারের সুযোগ ছিল, তবে তা ব্যবহার করেনি তারা।  

নেহাল ওয়াধেরা (৪.২০ কোটি- পাঞ্জাব কিংস):
নেহাল ওয়াধেরাকে কেন্দ্র করে অকশনের মঞ্চে লড়াই চলে সিএসকে, এলএসজি, পাঞ্জাব কিংস এবং ডিসি-র মধ্যে।  শেষ পর্যন্ত তাঁকে ৪.২০ কোটি টাকায় তুলে নেয় পাঞ্জাব কিংস। মুম্বই ইন্ডিয়ান্সের কাছে আরটিএম কার্ড ব্যবহারের সুযোগ থাকলেও তারা তা ব্যবহার করেনি।  

আশুতোষ শর্মা (৩.৮০ কোটি- ডিসি): 
গতবছর পাঞ্জাব কিংসের হয়ে নজর কেড়েছিলেন আশুতোষ শর্মা।  এবার অকশনে তাঁকে পাওয়ার জন্য বিড করেছিল আরসিবি এবং আরআর,পরে ডিসি ময়দানে নামে। শেষ পর্যন্ত ৩.৮০ কোটি টাকায় তাঁকে তুলে নেয় দিল্লি ক্যাপিটালস।

অভিনব মনোহর (৩.২০ কোটি-এসআরএইচ): 
অভিনব মনোহরকে পেতে বিড করেছিল আরসিবি এবং সিএসকে, ৯০ লক্ষ টাকা পর্যন্ত বিড করার পর সরে দাঁড়ায় RCB। এরপর সিএসকে-র সঙ্গে লড়াইয়ে ঢুকে পরেএসআরএইচ এবং জিটি, শেষ পর্যন্ত তাঁকে নিজেদের করে নিতে সক্ষম হয় সান রাইজার্স হায়দরাবাদ।

অংকৃষ রঘুবংশী (৩ কোটি-কেকেআর):
অংকৃষ রঘুবংশীকে কেন্দ্র করে লড়াই চলে সিএসকে এবং কেকেআর-এর মধ্যে, শেষ পর্যন্ত ৩ কোটি টাকায় তাঁকে দলে নেয় কেকেআর। গত মৌসুমেও ও অংকৃষ কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন।  

একুশে সংবাদ/ এস কে

Link copied!