AB Bank
ঢাকা বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মুস্তাফিজদের নিয়ে যে বার্তা দিলো চেন্নাই


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০২:৫৪ পিএম, ২৭ নভেম্বর, ২০২৪
মুস্তাফিজদের নিয়ে যে বার্তা দিলো চেন্নাই

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরকে সামনে রেখে দুইদিনব্যাপী মেগা নিলাম শেষ হয়েছে। আসন্ন আইপিএলে বাংলাদেশের কোনো খেলোয়াড়কে দেখা যাবে না। কারণ দল পাননি কেউই। তবে সান্ত্বনা পেতে পারেন মুস্তাফিজুর রহমান।

সৌদি আরবের জেদ্দায় বসা নিলামের চূড়ান্ত তালিকায় ছিলেন ১২ জন বাংলাদেশি ক্রিকেটার। তাদের মাঝে মাত্র দুইজনের নাম ডাকা হয় নিলামে। কিন্তু মুস্তাফিজুর রহমান আর রিশাদ হোসেনকে টুর্নামেন্টটির কোনো ফ্র্যাঞ্চাইজি কেনার আগ্রহ দেখায়নি।

আইপিএলের নিয়মিত মুখ ছিলেন মুস্তাফিজ। গত আসরেও চমক দেখিয়েছেন এই পেসার। কিন্তু আসন্ন আইপিএলে তার দল না পাওয়ায় হতাশ বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। গত আসরে চেন্নাইয়ের হয়ে ৯ ম্যাচে ১৪ উইকেট শিকার করেন মুস্তাফিজ।

গত আসরে তার এমন দুর্দান্ত পারফরম্যান্সে চেন্নাই সুপার কিংসের হয়ে মুস্তাফিজকে দ্বিতীয় মৌসুমে প্রত্যাশা করেছিলেন অনেকেই। শেষ পর্যন্ত হতাশই করেছে তারা।

আইপিএলের এবারের মেগা নিলামে সবগুলো ফ্র্যাঞ্চাইজি মিলে খরচ করেছে মোট ৬৩৯.১৫ কোটি রুপি। যেখানে তারা কিনেছে ১৮২ জন খেলোয়াড়কে। এর মধ্যে ৬২ জন বিদেশি এবং ১২০ জন ভারতীয় ক্রিকেটার।

নিলামের তালিকায় নাম ওঠা ৩৯৫ জন খেলোয়াড় অবিক্রিত আছেন। এবারের নিলাম শুরুর আগে চেন্নাই বেশ কিছু ক্রিকেটারকে ছেড়ে দেয়। নিলামেও তাদের প্রতি আগ্রহ দেখায়নি তারা।

এ তালিকায় মুস্তাফিজ ছাড়াও আছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলসহ আরো অনেকেই। নিলাম শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের পেজে মুস্তাফিজদের স্মরণ করে চেন্নাই।

সেই সঙ্গে একটি বার্তা দিয়ে সিএসকে লিখেছে, ‘সাহস নিয়ে আমাদের হয়ে লড়ার জন্য ধন্যবাদ। তোমাদের প্রাণশক্তি চিরদিনই আমাদের গর্বের অংশ হয়ে থাকবে। তোমাদের ভবিষ্যৎ লড়াইয়ের জন্য শুভকামনা। সবসময়ের জন্য।’

আইপিএলে কাটার মাস্টার মুস্তাফিজের যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স হায়দরাবাদ থেকে শুরু। এরপর মুম্বাই হয়ে গেছেন রাজস্থান। সেখান থেকে দিল্লির দরবার ঘুরে সর্বশেষ আসরে চেন্নাইয়ে ভিড়েছিলেন এই পেসার।

তবে মেগা নিলামের আগে তাকে ছেড়ে দেয় মহেন্দ্র সিং ধোনির দল। মেগা নিলামে এই বাঁহাতি পেসারের প্রতি আগ্রহ দেখায়নি চেন্নাইসহ কোনো ফ্র্যাঞ্চাইজি।

একুশে সংবাদ/ এস কে

Link copied!